এই দিনকাল: আরএসএস (RSS) ও সঙ্ঘ পরিবার (Sangh Parivar) থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka Chief Minister Siddaramaiah)। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে ‘সনাতনীদের’ সঙ্গ এড়িয়ে চলার আর্জি জানিয়েছেন। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীকে নিশানা করে সিদ্দারামাইয়া বলেন, আরএসএস এবং সঙ্ঘ পরিবার ঐতিহাসিকভাবে বিআর আম্বেদকর এবং তাঁর তৈরি করা সংবিধানের বিরোধিতা করেছেন।
শনিবার মাইসোর বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপনের সূচনা করেন সিদ্দারামাইয়া। সেই অনুষ্ঠানে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘সঠিক ব্যক্তির সঙ্গে থাকুন। যারা সমাজের পক্ষে দাঁড়ান তাদের সঙ্গে যুক্ত হোন, যারা সমাজ পরিবর্তনের বিরোধিতা করেন তাদের সঙ্গে বা ‘সনাতনীদের’ সঙ্গে নয়।’
সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এর দিকে জুতো ছোঁড়ার ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘একজন ‘সনাতনীর’ প্রধান বিচারপতির দিকে জুতো ছোঁড়া প্রমাণ করে যে ‘সনাতনীরা’ এবং গোঁড়া মানুষজন এখনও সমাজে রয়েছে। কেবল দলিতরা নয়, সকলের নিন্দা করা উচিত এই কাজের। তখনই আমরা বলতে পারি যে সমাজ পরিবর্তনের পথে এগিয়ে চলেছে।’
মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সিদ্দারামাইয়া বলেন, আরএসএস এবং সঙ্ঘ পরিবার আম্বেদকরের সংবিধানের বিরোধিতা করেছিল এবং এখনও করছে।তিনি আরও বলেন, আম্বেদকর এক জন দূরদর্শী ব্যক্তি ছিলেন, যিনি জ্ঞানকে সামাজিক রূপান্তরের জন্য ব্যবহার করেছিলেন। কর্নাটকের মুখ্যমন্ত্রীর কথায়, ‘আম্বেদকর সমাজকে বোঝার জন্য জ্ঞান অর্জন করেছিলেন এবং সারা জীবন সমাজ পরিবর্তনের জন্য তা ব্যবহার করেছিলেন।’
বিজেপি এবং সঙ্ঘ পরিবারকে বিঁধে তিনি বলেন, আম্বেদকরের নামে তারা মিথ্যা প্রচারণা চালায়। সিদ্দারামাইয়া অভিযোগ করেন, ‘বিজেপি সঙ্ঘ পরিবার মিথ্যা প্রচার করছে যে কংগ্রেস নির্বাচনে আম্বেদকরকে পরাজিত করেছে। কিন্তু সত্য হল আম্বেদকর নিজেই নিজের হাতে লিখেছিলেন ‘সাভারকর এবং ডাঙ্গে আমাকে পরাজিত করেছেন।’ সঙ্ঘ পরিবারের মিথ্যাচার প্রকাশ করার জন্য এই ধরনের সত্য সমাজের সামনে তুলে ধরতে হবে।’
আম্বেদকর স্কুল অফ ইকোনমিক্স সম্পর্কে বলতে গিয়ে সিদ্দারামাইয়া বলেন, ‘আমি এটি প্রতিষ্ঠা করেছি যাতে যারা আম্বেদকরকে নিয়ে পড়াশোনা করে তারা তাঁর পথে চলতে পারে। আম্বেদকর অতুলনীয়। আর এক জন আম্বেদকর কখনও জন্মগ্রহণ করবেন না, তবে প্রত্যেকেরই তাঁর আদর্শ অনুসরণ করা উচিত এবং তাঁর পদাঙ্ক অনুসরণ করা উচিত।’ দেশের মানুষের প্রতি আম্বেদকরের অবদানের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘তিনি বিশ্বের সকল সংবিধান অধ্যয়ন ও আত্মস্থ করেছেন এবং ভারতকে সমাজের জন্য উপযুক্ত সেরা সংবিধান দিয়েছেন।’ বুদ্ধ, বাসব (১২ শতকের সমাজ সংস্কারক) এবং আম্বেদকরের চিন্তাভাবনায় তিনি বিশ্বাসী বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর আরও সংযোজন, ‘তাই আমি আশা করি যুক্তিবাদ এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। বিজ্ঞান অধ্যয়ন করেও অন্ধ বিশ্বাস অনুশীলনকারী ব্যক্তি হবেন না।’
