Category Archives: দেশ

Spying for ISI: অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার নৌসেনা কর্মী

এই দিনকাল: নৌসেনার (Navy) এক কর্মীকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি (Spying for ISI) করার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। দিল্লিতে নৌবাহিনীর সদর দফতর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে বছরের পর বছর ধরে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয় অপারেশন সিঁদুরের সময়ও সংবেদনশীল তথ্য পাচার করেছে বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিশাল যাদব।তার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জানা গেছে টাকার বিনিময়ে নৌবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা ইউনিট সম্পর্কিত গোপনীয় তথ্য পাকিস্তানি এক মহিলা হ্যান্ডলারকে সরবরাহ করেছিলেন বিশাল যাদব। হরিয়ানার বাসিন্দা বিশাল যাদব নৌ সদর দফতরে একজন কেরানি হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতার করেছে। পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্ত এ বিষয়ে বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলি যে গুপ্তচরবৃত্তির কার্যকলাপ চালাচ্ছে রাজস্থানের সিআইডি তা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। নজরদারি চালানোর সময় গোয়েন্দারা লক্ষ্য করেন, বিশাল যাদব সমাজ মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন মহিলা হ্যান্ডলারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন।

পুলিশ আধিকারিক আরও জানান, যে মহিলার সঙ্গে যাদব যোগাযোগ রাখতেন তিনি নিজেকে প্রিয়া শর্মা বলে পরিচয় দিতেন। গুরুত্বপূর্ণ গোপন তথ্য যাদবের কাছ থেকে পেতেন ওই মহিলা। আর এ জন্য যাদবকে টাকা দিতেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে বিশাল যাদব অনলাইন গেম খেলায় আসক্ত ছিলেন। এই গেম খেলায় তার আর্থিক ক্ষতি মেটাতে অর্থের প্রয়োজন ছিল। বিশাল যাদব গ্রেফতার হওয়ার পর এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Migrant Labour: বিজেপি শাসিত রাজস্থানে টার্গেট বাঙালি শ্রমিকরা, বাংলাদেশি সন্দেহে আটক ৩০০ এর বেশি, ক্ষুব্ধ মমতা

এই দিনকাল: বাংলা ভাষায় কথা বলার জেরে বাংলাদেশি তকমা দিয়ে রাজস্থানে আটকে রাখা হল এ রাজ্যের ৩০০ এর বেশি বাঙালি শ্রমিককে (Migrant Labour)। বাংলাদেশি সন্দেহে যাদেরকে রাজস্থানে আটক করা হয়েছে, আদতে তারা পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার তিনি বিধানসভায় দাঁড়িয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার বিধানসভায় রাজস্থানের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনা যদি বন্ধ না হয়, বাংলার মানুষের প্রতি এই অন্যায় যদি চলতেই থাকে, তাহলে আমরা কড়া আন্দোলনে নামব। বাংলাকে হেয় করার কোনও চেষ্টাই বরদাস্ত করব না।’রাজ্যের প্রশাসনিক প্রধান প্রশ্ন তোলেন, ‘বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক, বাংলা ভাষা নিষিদ্ধ। রাজস্থানে যাঁরা আটক হয়েছেন, তাঁরা কারও বাবা, কারও ভাই, কারও সন্তান। তাঁরা কেউ বাংলাদেশি নন- তাঁরা উত্তর দিনাজপুরের ইটাহার এলাকার বাসিন্দা, ভারতের নাগরিক।’

ভিন রাজ্যে আটকে রাখা শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দেন আটকে থাকা শ্রমিকদের সাহায্য করার জন্য। পাশাপাশি এদিন হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনা যদি বন্ধ না হয়, বাংলার মানুষের প্রতি এই অন্যায় যদি চলতেই থাকে, তাহলে আমরা কড়া আন্দোলনে নামব। বাংলাকে হেয় করার কোনও চেষ্টাই বরদাস্ত করব না।’

Maharashtra Bridge Collapse: মহারাষ্ট্রে সেতু ভেঙে ৪ জনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

এই দিনকাল: মহারাষ্ট্রের পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর থাকা সেতু ভেঙে বিপর্যয় (Maharashtra Bridge Collapse)। রবিবার এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে চার পর্যটকের। বেশ কয়েকজন নদীতে ডুবে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, এই বিপর্যয়ের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ থেকে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। উদ্ধারকাজ সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পুনের কুন্ডমালা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষাকালে এমনিতেই প্রচুর ভিড় হয়। রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের থেকে জনসমাগম বেশিই হয়েছিল। এদিন আচমকা সেতুটি ভেঙে পড়ায় এটির উপরে থাকা বেশ কয়েকজন পর্যটক নদীতে পড়ে যান। কয়েক জন নদীর স্রোতে ভেসে গিয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। সেতু বিপর্যয়ের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সমাজ মাধ্যমে লিখেছেন, ‘কিছু লোক ভেসে যাওয়ায়, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে গতি আনা হয়েছে।’ পরে তিনি ঘোষণা করেন, দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানান ফড়নবিশ।

সেতুটি যে খারাপ অবস্থায় ছিল তা মেনে নিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং পুনের বিধায়ক অজিত পাওয়ার। তাঁর দাবি, সেতুতে মানুষ এবং কয়েকটি দু-চাকার গাড়ির কারণে সেটি ভেঙে পড়েছে। তিনি বলেন, ‘সেখানে ৮ কোটি টাকার একটি সেতু অনুমোদন করা হয়েছে, আমি জেলাশাসকের কাছে এই বিষয়ে তথ্য চেয়েছি।’

Maharashtra Bridge Collapse

NEET UG 2025 Result: নিট ইউজি পরীক্ষায় প্রথম রাজস্থানের মহেশ, পরীক্ষায় বসেছিল ২২ লক্ষের বেশি

এই দিনকাল: প্রকাশিত হল নিট ইউজি পরীক্ষার ফল(NEET UG 2025 Result)। শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি সর্ব ভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশ করে। ২০২৫ সালের নিট ইউজি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে রাজস্থানের মহেশ কুমার। তার প্রাপ্ত নম্বর ৯৯.৯৯ শতাংশ।

চলতি বছরে ৪ মে আয়োজিত হওয়া মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় বসেছিল ২২,০৬,০৬৯ জন পরীক্ষার্থী। দেশের ৫৫২ শহরে এবং দেশের বাইরে ১৪টি জায়গায় মোট ৫৪৬৮ পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভারতের বাইরে যে শহরগুলিতে নিট ইউজি পরীক্ষা আয়োজিত হয়েছে, সেই তালিকায় রয়েছে দোহা, সিঙ্গাপুর এবং কাঠমান্ডু। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৩.১ লক্ষ ছাত্রী ছিল। ছাত্র ছিল ৯.৬৫ লক্ষ। সর্ব ভারতীয় স্তরে প্রথম স্থানাধিকারী রাজস্থানের মহেশ কুমারের পরে রয়েছে মধ্যপ্রদেশের উৎকর্ষ আওয়াধিয়া এবং মহারাষ্ট্রের কৃষাং যোশী। হনুমানগড়ের বাসিন্দা মহেশ কুমার, সিকারে থাকার সময় নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। শীর্ষ ১০ জনের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে দিল্লি, গুজরাট, পাঞ্জাব এবং মহারাষ্ট্রের জেনারেল ক্যাটেগরির পড়ুয়ারা।

নিট ইউজি পরীক্ষার প্রথম দশের মেধা তালিকায় রয়েছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী দিল্লির। রাজধানী শহর থেকে তিন পড়ুয়া জায়গা করে নিয়েছে মেধা তালিকায়। এ ছাড়া এই তালিকায় রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাটের দুজন করে পরীক্ষার্থী। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব থেকে এক জন করে পরীক্ষার্থী প্রথম দশে রয়েছে। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দিল্লির আভিকা আগরওয়াল। মেধাতালিকায় পঞ্চম স্থান দখল করেছে সে।

বিভাগ অনুসারে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পড়ুয়া রেজিস্ট্রেশন করেছে ওবিসি ক্যাটেগরিতে। এ বছর ওবিসি পরীক্ষার্থী ছিল ৯.৪ লক্ষ। তার পরে অসংরক্ষিত ক্যাটেগরিতে ৬.৮৯ লক্ষ পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছিল। এসসি পরীক্ষার্থী ছিল ৩.৩ লক্ষ। ইডব্লিউএস ক্যাটেগরির পরীক্ষার্থী ছিল ১.৫ লক্ষ এবং এসটি ক্যাটেগরির পড়ুয়া ছিল ১.৫ লক্ষ।

এক নজরে নিট ইউজি পরীক্ষায় প্রথম দশের মেধা তালিকা
প্রথম, মহেশ কুমার (রাজস্থান)

দ্বিতীয়, উৎকর্ষ আওয়াধিয়া (মধ্যপ্রদেশ)

তৃতীয়, কৃষাং জোশী (মহারাষ্ট্র)

চতুর্থ, মৃণাল কিশোর ঝা (দিল্লি)

পঞ্চম, আভিকা আগরওয়াল (দিল্লি)

ষষ্ঠ, জেনিল বিনোদভাই ভায়ানি (গুজরাট)

সপ্তম, কেশব মিত্তল (পাঞ্জাব)

অষ্টম, ঝা ভাব্য চিরাগ (গুজরাট)

নবম, হর্ষ কেদাওয়াত (দিল্লি)

দশম, আরভ অগ্রবাল (মহারাষ্ট্র)

২৪২ জনকে নিয়ে আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান

এই দিনকাল: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India flight) বিমান ভেঙে পড়ে মৃত্যু হল বিমানে থাকা ২৪২ জনেরই! এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। সেখান থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭।

বিমানে থাকা যে ২৪২ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের। একজন যাত্রী কেবল বেঁচে গিয়েছেন। বিমানে যে ২৪২ জন ছিলেন তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। যাত্রীদের মধ্যে ১০৪ জন পুরুষ এবং ১১২ জন মহিলা ছিলেন। এ ছাড়া দুই নবজাতক-সহ ১৪ জন শিশু ছিল। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও অভিশপ্ত ওই বিমানে ছিলেন।

আহমেদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে থাকা ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাট থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে যে ২৪২ জন ছিলেন তার মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। এটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যাঁর ৮,২০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, যার ১,১০০ ঘন্টা ফ্লাইং আওয়ার ছিল।

ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে, বিমানটি ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১:৩৯ মিনিটে যাত্রা শুরু করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ‘মেডে’ কল করে। বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ওঠার পর সেটি ভেঙে পড়ে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন যে তিনি এই দুর্ঘটনায় ‘মর্মাহত’। গোটা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে পরানো হল হাতকড়া, প্রতিক্রিয়া দিল মার্কিন দূতাবাস

এই দিনকাল: মার্কিন মুলুকে এক ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে হাতকড়া পরানোর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। ভারতের একাধিক সংবাদ মাধ্যমও বিষয়টি খবর প্রকাশ করেছে। মোদীর ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের দেশে ভারতীয়কে লাঞ্ছনা করার এই দৃশ্য সমাজ মাধ্যমে কার্যত ঝড় তুলেছে। এই ঘটনায় বিবৃতি জারি করেছে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিওয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতে হাতকড়া পরানো হয়। রবিবার কুনাল জৈন নামে এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। তাতে দেখা যায়, পুলিশ এক তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরাচ্ছে। পোস্টে কুনাল লেখেন, ‘তরুণটি স্বপ্ন নিয়ে এসেছিলেন। কারও ক্ষতি করেননি। এক অনাবাসী হিসেবে নিজেকে অসহায় লাগছিল। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এ এক মানবিক ট্র্যাজেডি।’ পোস্টটিতে ভারতীয় দূতাবাস ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেন তিনি। 

অন্য দিকে, এই ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। ঘটনার কথা মেনে নিয়ে রীতিমতো কড়া ভাষায় বিবৃতি দিয়েছে তারা। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার অধিকার সবার নেই। আমরা বেআইনি অনুপ্রবেশ বরদাস্ত করব না।’

ভারতে অতি দারিদ্র্যের হার ২৭.১% থেকে কমে ৫.৩% হয়েছে: রিপোর্ট

এই দিনকাল: দেশে অতি দারিদ্র‍্যের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে রিপোর্টে দাবি। ২০১১-১২ সালে ভারতে অতি দারিদ্যের হার ছিল ২৭.১%। ২০২২-২৩ সালে যা কমে হয়েছে ৫.৩% হয়েছে। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

২০২২-২৩ সালে ভারতে প্রায় ৭৫.২৪ মিলিয়ন মানুষ অতি দারিদ্র‍্য সীমার মধ্যে বসবাস করতেন। ২০১১-১২ সালে যে সংখ্যাটা ছিল ৩৪৪.৪৭ মিলিয়ন। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুসারে, গত ১১ বছরে প্রায় ২৬৯ মিলিয়ন ব্যক্তিকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করা হয়েছে। ২০১১-১২ সালে ভারতের অতি দরিদ্র জনগোষ্ঠীর ৬৫ শতাংশ ছিল উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে। ২০২২-২৩ সাল নাগাদ এই সমস্ত রাজ্যগুলিতে অতি দারিদ্র‍্যের হার কমেছে। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ‘সামগ্রিক ভাবে অতি দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা ৩৪৪.৪৭ মিলিয়ন থেকে কমে মাত্র ৭৫.২৪ মিলিয়নে দাঁড়িয়েছে।’

উল্লেখ্য, চলতি মাসেই তৃতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি। তার আগেই বিশ্বব্যাঙ্কের এই রিপোর্টে উচ্ছ্বসিত বিজেপি। গেরুয়া শিবির এই রিপোর্টকে ঢাল করে নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব তুলে ধরার চেষ্টা করতে পারে। দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, জন ধন যোজনা এবং আয়ুষ্মান ভারত এর মতো উদ্যোগগুলি আবাসন, রান্নার জ্বালানি, ব্যাঙ্কিং এবং স্বাস্থ্য ক্ষেত্রে সাধারণ মানুষের সুযোগ বৃদ্ধি করেছে।