Category Archives: দেশ

sexual assault: উত্তর প্রদেশে ১৫ বছরের নাবালককে যৌন নির্যাতন, চাটানো হল থুতু

এই দিনকাল: জঘন্য ঘটনা উত্তরপ্রদেশে। ১৫ বছর বয়সী এক নাবালক ছেলেকে যৌন নির্যাতন (sexual assault) করে থুতু চাটতে বাধ্য করা হল। ঘটনাটি ঘটেছে আমেঠির বাজার শুকুল থানা এলাকায়। গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত নাবালকের বাবা। ইতিমধ্যে তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম নীতিন (২৩) এবং রোহিত (২৪)। নির্যাতিত যে গ্রামে থাকত, অভিযুক্ত দুজনেই সেই একই গ্রামের বাসিন্দা। অভিযোগ, গত ১৮ জুলাই সন্ধ্যায় নীতিন এবং রোহিত ১৫ বছর বয়সী ওই ছেলেটিকে বাইকে করে তুলে নিয়ে যায়। গ্রামের ওই নাবালককে ডেকে নিয়ে গিয়ে দুই জন মিলে যৌন নির্যাতন করে, সেই সঙ্গে চলে বেদম মারধর। এ ছাড়া ওই কিশোরকে থুতু চাটতে বাধ্য করে অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নাবালককে বারসান্ডা গ্রামে নিয়ে যায়। এর পর তারা তাকে সিংনামাউ গ্রামের একটি বাগানে নিয়ে যায় ওই কিশোরকে। সেখানে নিয়ে তাকে অপকর্ম করতে বাধ্য করা হয়। বাজার শুকুল থানার আধিকারিক অভিনেশ কুমার জানিয়েছেন, অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Illegal Migrants: অবৈধ ভাবে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের ধরতে টাস্ক ফোর্স গঠন বিজেপি শাসিত ত্রিপুরায়

এই দিনকাল: দেশে নতুন করে মাথাচড়া দিচ্ছে (Illegal Migrants) অনুপ্রবেশ ইস্যু। এমনিতে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে বলে বিগত কয়েক দিন ধরে অভিযোগ উঠছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস এবং অন্যতম বিরোধী দল সিপিএম। বাংলা ভাষায় কথা বলা মানে যে বাংলাদেশি নয়, তা নিয়ে আওয়াজ তুলেছে জোড়াফুল শিবির ও বামেরা। এই আবহে শুক্রবার রাজ্যে এসে দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশ প্রসঙ্গে সরব হয়েছেন। বাংলায় এসে মোদী বলেছেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার ২৪ ঘন্টা যেতে না যেতে এবার সামনে এল বিজেপিশাসিত ত্রিপুরা সরকার  কর্তৃক অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের খবর।

সূত্রের খবর, ১৫ জন সদস্যকে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলায় পুলিশের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। যাদের কাজ হবে মূলত বাংলাদেশ এবং মায়ানমার থেকে অবৈধ ভাবে যারা এসে ভারতে রয়েছে তাদেরকে চিহ্নিত করা। শুধু তাই নয় ভারত থেকে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে ওই দল কাজ করবে। এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ওই জেলার ১৫টি থানার ওসিকে নিয়ে এই বিশেষ দল গঠন করা হয়েছে। এই টিমের মাথায় রয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি সুপার দেবাশিস সাহা।

কী ভাবে কাজ করবে এই বিশেষ দল?

সূত্রের খবর, অবৈধ ভাবে কোনও বাংলাদেশি বা রোহিঙ্গা ভারতে রয়েছে, প্রথমে তাদেরকে শনাক্ত করবে এই দল। এর পর তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে সেই তথ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি শনাক্তকরণ পোর্টালে তুলে দেওয়া হবে। সব শেষে তাঁরা যে দেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে, সেই দেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাঙালিদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় পদযাত্রা করেছেন। বাঙালিদের উপর নির্যাতন বন্ধ না হলে কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছর ঘুরলেই যেহেতু রাজ্যে বিধানসভা ভোট। তাই বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস রাজনীতির ময়দানে ঝাঁপাতে চাইছে। অন্যদিকে বিজেপিও অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেও বাঙালি অস্মিতাকে দূরে ঠেলতে চাইছে না। তা শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ থেকেও স্পষ্ট। কারণ তিনি বক্তৃতা শুরু করেছিলেন ‘জয় মা কালী’ ‘জয় মা দুর্গা’ বলে। শুধু তাই নয় বাঙালি অস্মিতার প্রশ্নে বিজেপি যে কোনও আপোস করবে না তাও বুঝিয়ে দিয়েছেন মোদী।

Rape: তিন বছর ধরে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বাবা! তিন বার যাবজ্জীবন দিল আদালত

এই দিনকাল: মেয়েকে ধর্ষণ করে শ্রীঘরে বাবা। টানা তিন বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণ (Rape) করার অভিযোগ বাবার বিরুদ্ধে। নৃশংস এই ঘটনায় বৃহস্পতিবার ওই ব্যক্তিকে যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত কারাগারে থাকার নির্দেশ দিয়েছে আদালত। তাকে তিন বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। ঘটনাটি ঘটেছে কেরলে।

জানা গিয়েছে, কেরলের করিমানুরের কাছে এক ভাড়া বাড়িতে থাকত ওই পরিবার। সেখানে শিশুটিকে তিন বছর ধরে ধর্ষণ করে তার বাবা। শিশুকন্যার পাঁচ বছর বয়স থেকে আট বছর পর্যন্ত টানা ৩৬ মাস ধরে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবী শিজোমন জোসেফ জানিয়েছেন, ইডুক্কি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বিচারক মঞ্জু ভি ওই ব্যক্তির সাজা ঘোষণা করেছেন। তাকে পকসো আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। নির্যাতিতা নাবালিকাকে দেওয়ার জন্য আদালত দোষী ব্যক্তির তিন লক্ষ টাকা জরিমানাও করেছে। বিচারক নির্দেশ দিয়েছেন, দোষী ব্যক্তি জরিমানা যদি না দিতে পারে তবে সেক্ষেত্রে তাকে আরও অতিরিক্ত ছয় বছর কারাগারে থাকতে হবে। এছাড়াও আদালত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, শিশুটিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। 

ঠিক কী ভাবে প্রকাশ্যে আসল গোটা ঘটনা? আইনজীবী জানিয়েছেন, ২০২০ সালে শিশুটির তখন আট বছর বয়স, সেই সময় ক্রমাগত পেট ব্যথায় ভুগছিল সে। চিকিৎসাও করা হচ্ছিল তার। ঘটনাক্রমে একদিন তার মায়ের কাছে জানতে চায় তার বাবা তার সঙ্গে যে অপকর্ম করে সে কারণে তার পেটে ব্যথা হচ্ছে কিনা। এর পর শিশুটির মা মেয়ের সঙ্গে কথা বলে গোটা ঘটনার কথা জানতে পারেন।

Nimisha Priya: ইয়েমেনে কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত

এই দিনকাল: আগামী ১৬ জুলাই ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার (Nimisha Priya) মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তার ২৪ ঘন্টা আগে সাময়িক স্বস্তি পেলেন ওই নার্স। ইয়েমেনে ওই ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড স্থগিত করা হল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড সাময়িক ভাবে স্থগিত করতে রাজি হয়েছেন। বিভিন্ন মহল থেকে লাগাতার কূটনৈতিক চেষ্টার পর এটি সম্ভব হয়েছে বলে খবর। নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার পিছনে কেরলের এক মুসলিম ধর্মীয় নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যাকে খুন করার অভিযোগ নিমিশার বিরুদ্ধে, ইয়েমেনের সেই ভুক্তভোগীর পরিবারকে তিনি ব্লাড মানি গ্রহণে রাজি করাতে সাহায্য করেছেন। সূত্র জানিয়েছে, ‘ঘটনার শুরু থেকেই ভারত সরকার সম্ভাব্য সকল সহায়তা করছে। সম্প্রতি ইয়েমেনে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে নিমিশা প্রিয়ার পরিবার যাতে পারস্পরিক সম্মতিতে একটি সমাধানে পৌঁছয়, সেই উদ্দেশ্যে আরও সময় চাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে।’

ইনস্টাগ্রাম পোস্টে এক বার্তায়, সুন্নি মুসলিম ধর্মীয় নেতা কাঁথাপুরম এপি আবুবকর মুসলিয়ার জানিয়েছেন, প্রার্থনা শোনা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশের একটি কপি সরকারি ভাবে গৃহীত হয়েছে। তিনি বলেন, যারা নিমিশার মৃত্যুদণ্ড রোধ করতে কাজ করেছেন এবং প্রার্থনা করেছেন তাঁদের সকলের উপর আল্লাহর আশীর্বাদ বর্ষিত হোক।

নিমিশা প্রিয়াকে কেন মৃত্যুদণ্ড?

পেশায় নার্স নিমিশা প্রিয়া ২০০৮ সালে ইয়েমেনে যান। সে দেশে বেশ কয়েকটি হাসপাতালে কাজ করেন তিনি। এক সময় নিজে ক্লিনিক খোলেন এবং ২০১৪ সালে তালাল আবদো মাহদি নামে এক ব্যক্তির সংস্পর্শে আসেন। ইয়েমেনের নিয়ম অনুসারে সে দেশে ব্যবসা করতে গেলে স্থানীয়দের সঙ্গে অংশীদারিত্ব করে তা শুরু করা বাধ্যতামূলক। মূলত সেই কারণে মাহদির সঙ্গে ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু কেরলের ওই নার্সের সঙ্গে মাহদির ঝগড়া হয়। তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন নিমিশা। এরপর ২০১৬ সালে মাহদিকে গ্রেফতার করা হয়। পরে তার কারামুক্তি ঘটলেও মাহদি নিমিশাকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ।

নিমিশার পরিবারের দাবি, মাহদি নিমিশার পাসপোর্ট কেড়ে নিয়েছিল। সেই পাসপোর্ট উদ্ধারের জন্য মাহদির উপর ঘুমের ওষুধ প্রয়োগ করেছিলেন ওই নার্স। তবে, তার ওভারডোজের কারণে মাহদির মৃত্যু হয়। এক সময় ইয়েমেন ছেড়ে পালানোর চেষ্টা করেন নিমিশা। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে তাঁকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে সে দেশের ট্রায়াল কোর্ট নিমিশাকে দোষী সাব্যস্ত করে, যা ২০২৩ সালের নভেম্বরে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রাখে।

ইয়েমেনি আইনে সেদেশের স্বাধীনতা, ঐক্য বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা, সশস্ত্র বাহিনীকে দুর্বল করার জন্য কোনও কাজ করা, খুন, মাদক পাচার, ব্যভিচার, প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিক্রমে সমকামী যৌন কার্যকলাপ, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা নিন্দা করা এবং পতিতাবৃত্তিতে সহায়তা করা-সহ বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

Rs 50 coin: বাজারে কি ৫০ টাকার কয়েন আসছে? কী জানাল মোদী সরকার?

এই দিনকাল: ১০ টাকা এবং ২০ টাকার কয়েন ইতিমধ্যে বাজারে ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১০, ২০ টাকার পরে এবার কি তবে ৫০ টাকার কয়েন (Rs 50 coin) মানুষের কাছে পৌঁছে দেবে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক? এমন প্রশ্ন অনেকের মনে রয়েছে। তবে আপাতত সেই সম্ভাবনা নেই বলে জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। 

মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে বর্তমানে ৫০ টাকার কয়েন চালু করার কোনও পরিকল্পনা তাদের নেই। কারণ ১০ এবং ২০ টাকার মতো ভারী কয়েনের তুলনায় সাধারণ মানুষ নোটকে বেশি পছন্দ করেন। আর সে জন্যই ৫০ টাকার কয়েন চালুর কোনও ভাবনা নেই। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক মঙ্গলবার হলফনামা দিয়েছে আদালতে। সেখানে ২০২২ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষার ফলাফল উদ্ধৃত করে মন্ত্রক বলেছে, মানুষ কয়েন এড়িয়ে চলেন কারণ কয়েনের ওজন, আকার এবং স্বতন্ত্রতার অভাবের জন্য। আর সে জন্য নোটগুলি দৈনন্দিন ব্যবহারে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কয়েন চালু করার আগে একাধিক বিষয় দেখা হয়। জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা, ব্যবহারের ধরণ এবং অর্থনৈতিক বিবেচনার উপর নির্ভর করে কয়েন ছাড়া হয়। কিন্তু বর্তমানে ৫০ টাকার কয়েন চালু করার কোনও পরিকল্পনা নেই।

দৃষ্টি শক্তিতে বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের জন্য ৫০ টাকার কয়েন চালু করার জন্য আর্জি জানিয়েছিলেন আইনজীবী রোহিত দন্ড্রিয়াল। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আদালতে এই বিষয়ে স্পষ্ট জানান।

ওই আইনজীবী জানান, ৫০ টাকার নোটের নকশার কারণে দৃষ্টিহীন ব্যক্তিরা দুর্দশার মুখোমুখি হন, তাদের জন্য মূল্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।

Nimisha Priya: ১৬ জুলাই ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করবে ইয়েমেন

এই দিনকাল: ইয়েমেনি এক নাগরিককে হত্যার দায়ে আগেই ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে (Nimisha Priya) দোষী সাব্যস্ত করে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ইয়েমেনের আদালত। আগামী ১৬ জুলাই ওই নার্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড গত বছর অনুমোদন করেছেন ইয়েমেনের রাষ্ট্রপতি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং নিমিশার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি নিমিশার পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে মন্ত্রক। 

নিমিশা প্রিয়াকে কেন মৃত্যুদণ্ড?

পেশায় নার্স নিমিশা প্রিয়া ২০০৮ সালে ইয়েমেনে যান। সে দেশে বেশ কয়েকটি হাসপাতালে কাজ করেন তিনি। এক সময় নিজে ক্লিনিক খোলেন এবং ২০১৪ সালে তালাল আবদো মাহদির সংস্পর্শে আসেন। ইয়েমেনের নিয়ম অনুসারে সে দেশে ব্যবসা করতে গেলে স্থানীয়দের সঙ্গে অংশীদারিত্ব করে তা শুরু করা বাধ্যতামূলক। মূলত সেই কারণে মাহদির সঙ্গে ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু কেরলের ওই নার্সের সঙ্গে মাহদির ঝগড়া হয়। তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন নিমিশা। এরপর ২০১৬ সালে মাহদিকে গ্রেফতার করা হয়। পরে তার কারামুক্তি ঘটলেও মাহদি নিমিশাকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ।

নিমিশার পরিবারের দাবি, মাহদি নিমিশার পাসপোর্ট কেড়ে নিয়েছিল। সেই পাসপোর্ট উদ্ধারের জন্য মাহদির উপর ঘুমের ওষুধ প্রয়োগ করেছিলেন ওই নার্স। তবে, তার ওভারডোজের কারণে মাহদির মৃত্যু হয়। এক সময় ইয়েমেন ছেড়ে পালানোর চেষ্টা করেন নিমিশা। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে তাঁকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে সে দেশের ট্রায়াল কোর্ট নিমিশাকে দোষী সাব্যস্ত করে, যা ২০২৩ সালের নভেম্বরে দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রাখে।

ইয়েমেনি আইনে সেদেশের স্বাধীনতা, ঐক্য বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা, সশস্ত্র বাহিনীকে দুর্বল করার জন্য কোনও কাজ করা, খুন, মাদক পাচার, ব্যভিচার, প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিক্রমে সমকামী যৌন কার্যকলাপ, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা নিন্দা করা এবং পতিতাবৃত্তিতে সহায়তা করা-সহ বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

নিমিশা প্রিয়াকে বাঁচাতে ‘ব্লাড মানি’

ভুক্তভোগীর পরিবারকে ‘ব্লাড মানি’ দেওয়ার মাধ্যমে নিমিশা প্রিয়াকে বাঁচানোর পথ খোলা ছিল। যদিও সেই অর্থের পরিমাণ সর্বদা নিহতের পরিবার ঠিক করে। মেয়ের জন্য মামলা লড়তে নিমিশা প্রিয়ার মা নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দেন। কোচিতে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করেন। রিপোর্ট অনুসারে, ভারতীয় দূতাবাস কর্তৃক নিযুক্ত আইনজীবী আবদুল্লাহ আমির আলোচনা ফি হিসেবে ২০ হাজার মার্কিন ডলার দাবি করেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬.৬ লক্ষ টাকা। মাহদির পরিবারের সঙ্গে ‘ব্লাড মানি’ নিয়ে আলোচনা হঠাৎ বন্ধ হয়ে যায় ২০২৪ সালের সেপ্টেম্বরে।

গত বছরের জুলাই মাসে ভারতের বিদেশ মন্ত্রক আমিরকে ১৯৮৭১ মার্কিন ডলার দিয়েছিল। কিন্তু তিনি আলোচনা শুরু করার আগে দুটি কিস্তিতে মোট ৪০০০০ মার্কিন ডলার দাবি করেন। সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে আমিরের প্রথম কিস্তির অর্থ সংগ্রহ করতে সফল হয়। তবে, পরে তারা তহবিলের স্বচ্ছতা সংক্রান্ত কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

ভারত সরকার জানুয়ারিতে বলেছিল গোটা বিষয়টি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শুধু তাই নয়, নিমিশার পরিবারকে সম্ভাব্য সকল সাহায্য প্রদান করার কথাও জানিয়েছিল কেন্দ্র। নিমিশার মা মেয়ের জীবন বাঁচাতে আকুল আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং কেরল সরকারের কাছে।

Car and truck collision: গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, মার্কিন মুলুকে পুড়ে মৃত্যু ৪ ভারতীয়ের

এই দিনকাল: মার্কিন মুলুকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় (Car and truck collision) পুড়ে মৃত্যু ৪ ভারতীয়ের (Indian Family)। নিহতরা একই পরিবারের বলে জানা গিয়েছে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, হায়দরাবাদের বাসিন্দা তেজস্বিনী এবং শ্রী ভেঙ্কট। ছুটি কাটাতে দুই সন্তানকে নিয়ে পরিবারটি মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিল। গত সপ্তাহে তাঁরা গাড়ি চালিয়ে আত্মীয়দের সঙ্গে দেখা করতে আটলান্টায় গিয়েছিল। সেখান থেকে ডালাসে ফিরে আসার সময় এই ঘটনাটি ঘটে। ভারতীয় পরিবারটির গাড়ি যখন গ্রিন কাউন্টিতে আসে, সেই সময় রাস্তার ভুল দিক থেকে একটি মিনি-ট্রাক চলে আসে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। যার ফলে ভিতরে আটক অবস্থায় চার জনেরই মৃত্যু হয়। গাড়িটি ভস্মীভূত হয়ে যাওয়ার পর, স্থানীয় প্রশাসনের তরফে নিহতদের দেহাবশেষ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। মৃতদেহ শোকাহত পরিবারের কাছে হস্তান্তরের আগে নিহতদের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে, ডালাসের কাছে টেক্সাসের আন্নায় একাধিক যানবাহনের সংঘর্ষে চার ভারতীয় নাগরিকের মর্মান্তিকভাবে পুড়ে মৃত্যু হয়েছিল। তাঁরা গাড়ি চালিয়ে যখন যাচ্ছিলেন, ঠিক তখনই একটি দ্রুতগামী ট্রাক তাদের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয়। যার ফলে গাড়িতে আগুন ধরে যায়। নিহতদের নাম আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শনিনী বাসুদেবন। তার আগে ২০২৪ সালের আগস্টে টেক্সাসে একটি গাড়ি দুর্ঘটনায় এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি এবং তাদের মেয়ে নিহত হয়েছিলেন। যার মধ্যে তাঁদের কিশোর ছেলেই একমাত্র বেঁচে যায়। অন্য একটি গাড়ির ধাক্কায় তাদের গাড়িতেও আগুন ধরে গিয়েছিল।

witchcraft: ডাইনি সন্দেহে একই পরিবারের ৫ জনকে জীবন্ত পুড়িয়ে মারল গ্রামবাসী

এই দিনকাল: একুশ শতকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নত যুগে এসেও কুসংস্কারের বশবর্তী হয়ে একই পরিবারের পাঁচ জনকে জীবন্ত পুড়িয়ে মারল গ্রামবাসী। ডাইনি (witchcraft) সন্দেহে তাঁদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ায়। নৃশংস এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার গভীর রাতে পূর্ণিয়ার তেতগামা গ্রামে ৫০ জনের একটি দল সীতা দেবীর বাড়িতে ঢুকে হামলা চালায়। অভিযোগ, সীতা নামের ওই মহিলা ‘কালা জাদু’ করেন। মহিলার ছেলে, ১৬ বছর বয়সী সোনু কুমার, পুলিশকে বলেছে উত্তেজিত জনতা বাড়িতে ঢুকে সকলকে মারধর করতে শুরু করে। প্রাণ বাঁচাতে সে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়।

সাংবাদিকদের সোনু বলে, ‘গ্রামের লোকেরা বাঁশের লাঠি নিয়ে এসে সবাইকে মারধর করে, আমার মাকে ‘ডাইনি’ বলে অপবাদ দেয়। তারা আমার মা, বাবা, ভাই এবং শ্যালিকা-সহ পাঁচ জনকে মারধর করে। অন্যান্য গ্রামবাসীরা তাদের থামায়নি।’ সোনুর বাবা-মা সহ পাঁচ জনকেই জীবন্ত পুড়িয়ে তাদের মৃতদেহ জলাশয়ে ফেলে দেয়। পূর্ণিয়া মহকুমা পুলিশ কর্মকর্তা পঙ্কজ কুমার শর্মা জানিয়েছেন, সোনু সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেছে। তিনি বলেন, ‘সোনু কুমার জানিয়েছে ‘ডাইনি’ সন্দেহে তার পরিবারের সদস্যদের মারধর করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাদের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। আমরা মৃতদেহগুলি উদ্ধার করেছি।’

এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে ওই পুলিশ কর্তা বলেন, রামদেব ওরাওঁ নামে এক গ্রামবাসীর এক ছেলে সম্প্রতি মারা গিয়েছে। তার আর এক ছেলে গুরুতর অসুস্থ। গ্রামবাসীরা এর জন্য সীতা দেবীকে দায়ী করেছেন। এই ঘটনায় জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। দোষীরা কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেন পঙ্কজ কুমার শর্মা।

Shahi Idgah Mosque: শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহি ঈদগাহ মসজিদ মামলায় বড় নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

এই দিনকাল: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি (Krishna Janmabhoomi) এবং শাহি ঈদগাহ মসজিদ (Shahi Idgah Mosque) নিয়ে চলমান আইনি লড়াইয়ে বড় নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad HC)। শ্রীকৃষ্ণ জন্মভূমি প্রাঙ্গণে অবস্থিত শাহি ঈদগাহ মসজিদকে ‘বিতর্কিত কাঠামো’ হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছিল হিন্দু পক্ষ। শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে।

বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের সিঙ্গল বেঞ্চ এদিন মৌখিকভাবে হিন্দু পক্ষের আবেদনটি খারিজ করে দিয়ে বলেছে, হিন্দু পক্ষের এই আবেদনটি ‘এই পর্যায়ে’ খারিজ করা হচ্ছে। আদালতের এদিনের মন্তব্য দীর্ঘ দিনের আইনি লড়াইয়ে মামলাকারী মুসলিম পক্ষকে স্বস্তি দিয়েছে। উল্লেখ্য, হিন্দু পক্ষের হয়ে আদালতে মামলা করেছিলেন আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিং। চলতি বছরের ৫ মার্চ একটি আবেদন করেছিলেন তিনি, সেই আবেদনে শাহি ঈদগাহ মসজিদকে ‘বিতর্কিত কাঠামো’ হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছিলেন। আবেদনকারীর যুক্তি ছিল, মসজিদটি জায়গা দখল করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয় মালিকানা প্রমাণের জন্য বা ধর্মীয় প্রতিষ্ঠান প্রমাণের জন্য আইনি নথিপত্রের অভাব রয়েছে।

হিন্দু পক্ষ দাবি করেছিল যে জমির মালিকানার নথি, পৌর রেকর্ড বা কর দাখিলের নথি নেই। তাই কাঠামোটিকে মসজিদ বলা যাবে না। এখনও পর্যন্ত সিঙ্গল বেঞ্চে চারটি শুনানি হয়েছে। এই আবেদন ছাড়াও, হিন্দু পক্ষের দায়ের করা আরও ১৮টি এই সংক্রান্ত আবেদন হাইকোর্ট একত্রিত করেছে। সেগুলি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সমস্ত আবেদনই মূলত শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দিরের প্রাঙ্গণ থেকে শাহী ঈদগাহ মসজিদকে অপসারণ করার দাবিতে।

হিন্দু আবেদনকারীদের অভিযোগ, মসজিদটি যেখানে অবস্থিত সেই জমিটি মূলত কৃষ্ণ মন্দিরের জায়গা ছিল।অযোধ্যা বিরোধের সঙ্গে এর মিল থাকায় তারা এই মসজিদটিকে বাবরি মসজিদের মতো ‘বিতর্কিত কাঠামো’ হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছিল। অন্য দিকে, মুসলিম পক্ষ হিন্দু হিন্দু পক্ষের আবেদনটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে। তারা জোর দিয়ে বলে যে শাহি ঈদগাহ গত ৪০০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান।

Kidnapped: মালিতে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর হামলার মাঝে অপহৃত ৩ ভারতীয়

এই দিনকাল: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে তিন ভারতীয়কে অপহরণ (Kidnapped) করা হয়েছে। এই ঘটনায় বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। অপহৃতদের ‘নিরাপদ এবং দ্রুত’ মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য এদিন নয়াদিল্লির তরফে মালি সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে তিন ভারতীয়কে অপহরণ করা হয়েছে, তাঁরা কায়েসের ডায়মন্ড সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে ১ জুলাই। একদল সশস্ত্র হামলাকারী কারখানা প্রাঙ্গণে আক্রমণ চালায় এবং তিন জন ভারতীয় নাগরিককে জোর করে জিম্মি করে। এখনও পর্যন্ত কেউ অপহরণের দায় স্বীকার করেনি। তবে আল-কায়েদার সহযোগী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) মঙ্গলবার মালিতে হামলার দায় স্বীকার করেছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং ডায়মন্ড সিমেন্ট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় এবং ধারাবাহিক ভাবে যোগাযোগ রাখছে। পাশাপাশি অপহৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে বিদেশ মন্ত্রক।

একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ‘ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে এই নিন্দনীয় সহিংসতার নিন্দা জানায় এবং মালি প্রজাতন্ত্রের সরকারকে অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্তরে নিয়োজিত রয়েছেন।’