Category Archives: দেশ

Muslim: ‘মুসলিম-মুক্ত ভারত স্বপ্ন’: অসম বিজেপির এআই ভিডিও প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ওয়েইসির

এই দিনকাল: সমাজ মাধ্যমে অসম বিজেপির (BJP) তরফে মুসলিম (Muslim) বিদ্বেষে পূর্ণ এআই ভিডিও পোস্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, পদ্ম শিবির মুসলিমদের অপমান করতে এবং সাম্প্রদায়িক ঘৃণা উস্কে দিতে এ কাজ করেছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন আইমিম প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

ঠিক কী অভিযোগ? নিজেদের এক্স হ্যান্ডেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করেছে অসম বিজেপি। ‘বিজেপি ছাড়া অসম’ শিরোনামের ভিডিওটিতে রাজ্যের বিভিন্ন অংশের মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে দেখানো হয়েছে। যারা কিনা সরকারি জমি দখল করছে বলে দাবি বিজেপির। ভিডিওটিতে একটি ক্লিপ রয়েছে যেখানে কংগ্রেস নেতা গৌরব গগৈ এবং রাহুল গান্ধীকে দেখানো হয়েছে কংগ্রেস দলের পাকিস্তান যোগ রয়েছে দাবি করে।

এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দায় সরব হয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে নেটাগরিকরা। তাঁদের প্রশ্ন অসমে মুসলিম বিদ্বেষ উস্কে দেওয়ার লক্ষ্যে কি এটা করা হয়েছে? কংগ্রেস নেতা মনসুর খান এটিকে ‘সামাজিক সম্প্রীতির উপর ইচ্ছাকৃত আক্রমণ এবং অংশীদারি মূল্যবোধের অপমান’ বলে অভিহিত করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সাম্প্রদায়িক ঘৃণা উস্কে দেওয়ার জন্য অসমকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেখিয়ে একটি ভুয়ো, এআই-ভিত্তিক ভিডিও ছড়িয়ে রাজনৈতিক প্রচারণার সর্বনিম্ন স্তরে পৌঁছেছে অসম বিজেপি। এটি সামাজিক সম্প্রীতির উপর ইচ্ছাকৃত আক্রমণ, আমাদের অংশীদারি মূল্যবোধের অপমান। অসমের মানুষ এই বিষাক্ত প্রচারণার সঠিক জবাব দেবে।’

আইমিম সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি ভিডিওটির নিন্দা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিজেপির স্বপ্ন মুসলিম মুক্ত ভারত।’ তাঁর কথায়, ‘বিজেপি না থাকলে অসম মুসলিম প্রধান হবে এমন একটি জঘন্য এআই ভিডিও পোস্ট করেছে অসম বিজেপি। তারা কেবল ভোটের জন্য ভয় দেখাচ্ছে না, এটিই প্রকৃত রূপে ঘৃণ্য হিন্দুত্ববাদী আদর্শ। ভারতে মুসলমানদের অস্তিত্বই তাদের কাছে একটি সমস্যা, তাদের স্বপ্ন মুসলিম-মুক্ত ভারত। এই ক্রমাগত ঘ্যানঘ্যানানি ছাড়া, ভারতের জন্য তাদের কোনও দৃষ্টিভঙ্গি নেই।’

Stray Dog: বেনজির নির্দেশিকা! মানুষকে দ্বিতীয়বার কামড়ালে পথকুকুরের ‘যাবজ্জীবন কারাদণ্ড’ উত্তরপ্রদেশে

এই দিনকাল: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) দুর্বিষহ জীবন হতে চলেছে পথকুকুরদের (Stray Dog)। একটি বেনজির নির্দেশিকা জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, যদি কোনও পথকুকুর প্রথম বার কোনও উস্কানি ছাড়াই মানুষকে কামড়ায়, তাহলে প্রাণীটিকে ১০ দিনের জন্য পশু কেন্দ্রে রাখা হবে। দ্বিতীয় বার যদি সেই কুকুর প্ররোচনা ছাড়া কামড়ায় তাহলে জীবনের বাকি দিনগুলি সেখানেই থাকতে হবে। কার্যত প্রাণীগুলিকে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ দেওয়া হবে। তবে কেউ যদি দত্তক নিতে রাজি হয় এবং রাস্তায় না ছাড়ার শর্তে রাজি হয়ে একটি হলফনামা জমা দেয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে পথকুকুরকে তুলে দেওয়া হবে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে সমস্ত পথকুকুর আক্রমণাত্মক, সেগুলি নিয়ন্ত্রণের জন্য গত ১০ সেপ্টেম্বর সমস্ত গ্রামীণ ও শহুরে নাগরিক সংস্থাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছেন প্রধান সচিব অমৃত অভিজাত। তাতে বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি পথকুকুর কামড়ানোর পরে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেন, তাহলে গোটা ঘটনার তদন্ত করা হবে এবং কুকুরটিকে স্থানীয় পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

প্রয়াগরাজ মিউনিসিপ্যাল কর্পোরেশনের পশুচিকিৎসা আধিকারিক বিজয় অমৃত রাজ এ বিষয়ে বলেন, ‘সেখানে নিয়ে যাওয়ার পর যদি ইতিমধ্যে না করা হয়ে থাকে, তাহলে পথকুকুরটিকে নির্বীজকরণ করা হবে। ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রেখে প্রাণীটির আচরণে নজর রাখা হবে। কুকুরটির দেহে মাইক্রোচিপ লাগানো হবে ছেড়ে দেওয়ার আগে, যাতে তার সমস্ত তথ্য থাকবে এবং আমরা তার অবস্থান চিহ্নিত করতে পারব।’ তবে যদি একই কুকুর কোনও মানুষকে – উসকানি ছাড়া দ্বিতীয়বার কামড়ায়, তবে প্রাণীটিকে আজীবন পশুকেন্দ্রে রেখে দেওয়া হবে।

কিন্তু কোনও উস্কানিমূলক আচরণ হয়েছে কিনা তা কীভাবে নির্ধারণ করা হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিন জনের একটি কমিটি গঠন করা হবে, যার মধ্যে থাকবেন এলাকার এক জন পশুচিকিৎসক, পশুদের বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং তাদের আচরণ বোঝেন এমন এক জন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক জন। তাঁরা যাচাই করবেন যে আক্রমণটি বিনা উস্কানিতে হয়েছে কিনা- যদি কেউ পাথর ছুঁড়ে মারার পরে প্রাণীটি কামড়ায়, তবে তা বিনা উস্কানিতে আক্রমণ হিসাবে বিবেচিত হবে না।’

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই ধরণের কুকুর দত্তক নেওয়া যেতে পারে, তবে যে ব্যক্তি দত্তক নেবেন নাম, ঠিকানা-সহ তাঁকে সমস্ত বিবরণ জানাতে হবে। পাশাপাশি কুকুরটিকে রাস্তায় ছেড়ে দেওয়া হবে না এই মর্মে একটি হলফনামা জমা দিতে হবে। নথিভুক্ত করা হবে কুকুরের মাইক্রোচিপের বিবরণও। যদি ছেড়ে দেওয়া হয়, তবে প্রাণীটিকে দত্তক গ্রহণকারীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Waqf Act: ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ ও পর্যবেক্ষণ: যা জানা দরকার 

এই দিনকাল: ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর কিছু অংশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এজি মসিহের একটি বেঞ্চ পুরো আইনটি স্থগিত করতে রাজি হয়নি। বিচারপতিদের পর্যবেক্ষণ, সংসদে পাস হওয়া আইনের সাংবিধানিক বৈধতার পক্ষে সর্বদা একটি সম্ভাবনা থাকে এবং কেবলমাত্র বিরলতম ক্ষেত্রেই স্থগিতাদেশ দেওয়া হয়। এদিন অন্তর্বর্তী রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি জানান, আইনটি সম্পূর্ণভাবে স্থগিত করার জন্য কোনও মামলা দায়ের করা হয়নি ৷

সংশোধিত নয়া ওয়াকফ আইন অনুযায়ী, কোনও ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাঁকে অন্তত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম অনুসরণ করতে হবে। আইনের এই অংশের উপর এদিন সর্বোচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও ব্যক্তি পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন কি না, তা বিচার করার জন্য রাজ্য সরকারগুলিকে একটি নিয়ম তৈরি করতে হবে ৷ যত দিন না সেই নিয়ম তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এই শর্তটিও স্থগিত করা হয়েছে৷ আদালত মনে করে, নিয়ম না-থাকলে এই শর্তের কারণে ক্ষমতার অপব্যবহার হতে পারে৷

ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা নিয়েও পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ ৪ জন অমুসলিম সদস্য থাকতে পারবেন। তবে রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন৷ সেই সঙ্গে, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার যে নিয়ম করা হয়েছে, তাতে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত।

এ ছাড়া ওয়াকফ সম্পত্তি নির্ধারণ করা প্রসঙ্গে জেলাশাসককে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট৷ আদালতের পর্যবেক্ষণ, জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।

RSS: ‘সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষ ওগরাচ্ছে আরএসএস’, অভিযোগ কংগ্রেসের

এই দিনকাল: সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষ ওগরাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS), এমনটাই অভিযোগ কংগ্রেসের (Congress)। রবিবার দলটি আরএসএস-এর নিন্দা জানিয়েছে। হাত শিবিরের অভিযোগ, সংগঠনটি তাদের মালায়ালাম ভাষায় প্রকাশিত ম্যাগাজিন ‘কেশরী’তে সংখ্যালঘু খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের বিরুদ্ধে লেখা প্রকাশ করেছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের অভিযোগ, ‘কেশরী’ পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক নিবন্ধের পিছনে আরএসএসের গোপন উদ্দেশ্য রয়েছে। সেটি হল সমাজে ঘৃণা ছড়িয়ে দেওয়া এবং ধর্মান্তরের নামে খ্রিস্টানদের দেশের শত্রু হিসাবে তুলে ধরা। কড়া ভাষায় একটি বিবৃতি দিয়ে কংগ্রেস নেতা জানতে চেয়েছেন, আরএসএস সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নিবন্ধে যে অবস্থান নিয়েছে, বিজেপি কি তা প্রত্যাখ্যান করতে প্রস্তুত?

হিন্দুত্ববাদী সংগঠনটির সমালোচনা করে ভেনুগোপাল বলেন, ‘সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষ ওগরানোয় অভ্যস্ত আরএসএস (এই নিবন্ধের মাধ্যমে) ঘোষণা করছে যে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে।’ তাঁর অভিযোগ, এই নিবন্ধটি ডানপন্থী সংগঠনের ‘খ্রিস্টান-বিরোধী অবস্থান’ আরও খোলাখুলি ভাবে প্রকাশ্যে এনে দিয়েছে। ছত্তিশগড় থেকে দুই ক্যাথলিক সন্ন্যাসিনীকে সম্প্রতি গ্রেফতার এবং মুক্তি দেওয়ার কথা উল্লেখ করে ভেনুগোপাল বলেন, রাজ্য বিজেপি প্রধান-সহ যারা তাঁদের সঙ্গে ছবি তুলেছিলেন, তাদের আসল চেহারা এই নিবন্ধের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি রাজ্যের মানুষকে সঙ্ঘ পরিবারের সংগঠনগুলির অন্ধ ‘সংখ্যালঘু-বিরোধী’ মনোভাবের বিরুদ্ধে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য ‘কেশরী’ পত্রিকায় ডানপন্থী সংগঠন হিন্দু ঐক্যবেদীর রাজ্য সহ-সভাপতি ই এস বিজু বিতর্কিত নিবন্ধটি লিখেছিলেন। তা প্রকাশ হওয়ার তিন দিনের মধ্যে আরএসএসের বিরুদ্ধে সমালোচনায় সরব হল কংগ্রেস। নিবন্ধটির শিরোনাম ছিল, ‘বিশ্বজুড়ে ধর্মান্তরের সময়রেখা’। এই প্রবন্ধে গত কয়েক বছর ধরে দেশে ঘটে যাওয়া ধর্মান্তরের জন্য খ্রিস্টান সম্প্রদায়কে নিশানা করেছেন লেখক। 

ধর্মান্তর এবং মানব পাচারের অভিযোগে ছত্তিশগড়ে কেরলের দুই ক্যাথলিক সন্ন্যাসিনীকে গ্রেফতারের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে প্রবন্ধে অভিযোগ করা হয়, রাজ্যের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব এই ঘটনায় ‘একটি নির্দিষ্ট এজেন্ডার সঙ্গে ধর্মীয় ও মানসিক দ্বন্দ্ব’ উসকে দেওয়ার চেষ্টা করেছে। দেশের আইন সকলের জন্য সমান উল্লেখ করে নিবন্ধে বলা হয়েছে, ‘এটি ভারতীয় সংবিধানের সারাংশকে প্রশ্নবিদ্ধ করে। রাজ্যের বর্তমান পরিস্থিতি হল সংখ্যালঘু ধর্মের জন্য এক বিচার এবং সংখ্যাগরিষ্ঠদের জন্য অন্য বিচার।’ এতে আরও উল্লেখ করা হয়েছে, ধর্মান্তর যদি ধর্মীয় শক্তির অধিকার হয়, তবে এর বিরুদ্ধে প্রতিরোধ করা হিন্দুদের অধিকার এবং কর্তব্য। প্রবন্ধে সংবিধান সংশোধনের পক্ষেও সওয়াল করা হয়েছে।

Naxal leader Sujatha surrenders: ৪৩ বছর ছিলেন আন্ডারগ্রাউন্ডে, আত্মসমর্পণ সেই মাওবাদী নেত্রী সুজাতার, আদর্শের টানে বেছে নিয়েছিলেন কঠিন লড়াইয়ের পথ

এই দিনকাল: ৪৩ বছর ধরে তিনি ছিলেন আন্ডারগ্রাউন্ডে। অবশেষে আত্মসমর্পণ করলেন সেই মাওবাদী নেত্রী সুজাতা (Sujatha) ওরফে পোথুলা পদ্মাবতী (Pothula Padmavathi)। ৬২ বছর বয়সী সুজাতার আরও একটি পরিচয় রয়েছে, তিনি নিহত মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী। শনিবার হায়দরাবাদে তেলঙ্গানার ডিজিপি জিতেন্দ্রের উপস্থিতিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। 

পুলিশ সূত্রে খবর, সুজাতা সিপিআই (মাওবাদী) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য (সিসিএম) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলের কেন্দ্রীয় কমিটির একমাত্র মহিলা সদস্য। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। আত্মসমর্পণের পর তাঁকে সেই অর্থ দেওয়া হবে। তাঁর স্বামী কিষেণজি, যিনি সিসিএম এবং পশ্চিমবঙ্গ কমিটির প্রধান ছিলেন, ২০১১ সালে এক এনকাউন্টারে নিহত হন। সুজাতা তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার গাট্টু মণ্ডলের পেঞ্চিকালপাডু গ্রামের বাসিন্দা। তাঁর বাবা থিম্মা রেড্ডি ছিলেন কৃষক পরিবারের সন্তান। তাঁর অনেকটাই কৃষিজমি ছিল। গ্রামের পোস্টমাস্টার হিসেবেও কাজ করতেন থিম্মা। সুজাতার বড় ভাই পোথুলা শ্রীনিবাস রেড্ডি ১৯৮২ সালে প্রায় দুই মাস সিপিআই (এমএল) পিপলস ওয়ার গ্রুপের সঙ্গে কাজ করেছিলেন।

সুজাতা মাল্লাজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যিনি একজন সিনিয়র মাওবাদী নেতা শুধু নন, সিপিআই (মাওবাদী) এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন কিষেণজি। ২০১১ সালের ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কাছে বুড়িশোলের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তিনি নিহত হন।

গাদোয়ালের সরকারি জুনিয়র কলেজে ইন্টারমিডিয়েটে দ্বিতীয় বর্ষে পড়ার সময় সুজাতা তাঁর তুতো ভাই প্যাটেল সুধাকর রেড্ডি ওরফে সূর্যম এবং পোথুলা সুদর্শন রেড্ডি ওরফে আরকে-এর মাধ্যমে মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শে প্রভাবিত হন। সূর্যম নিজেও একজন সিসিএম ছিলেন এবং ২০০৯ সালে গুলি বিনিময়ের সময় নিহত হন। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুজাতা ১৯৮২ সালের ডিসেম্বরে সিপিআই (এমএল) পিপলস ওয়ার গ্রুপে যোগ দেন।

তেলঙ্গানার ডিজিপি জিতেন্দ্র বলেন, ‘২০২৫ সালের মে মাসে, স্বাস্থ্যের অবনতির কারণে, সুজাতা সংগঠন ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রাক্তন সিসিএম পুল্লুরি প্রসাদ রাও ওরফে চন্দ্রান্নার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির কাছে তাঁর অনুরোধ জানান। স্বাস্থ্যগত কারণে সংগঠন ছেড়ে সরকারি সহায়তায় মূলধারার জীবন যাপনে পুনরায় ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত কয়েক দশক ধরে আন্ডারগ্রাউন্ডে থাকার পর তাঁর সুস্থতাকে প্রাধান্য দেওয়ার ব্যক্তিগত প্রয়োজনের প্রতিফলন। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন, সরকারের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করে স্বাভাবিক জীবন যাপনে ফেরার, স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করার।’

Manipur: মোদীর সফরের আগে মণিপুরে ৪০ জনের বেশি বিজেপি কর্মী-সদস্যের দলত্যাগ

এই দিনকাল: আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর (Manipur) সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে সে রাজ্যের উখরুল জেলার ফুঙ্গিয়ারে অন্তত ৪৩ জন বিজেপি কর্মী-সমর্থক দলত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে এই ঘটনা পদ্ম শিবিরের কাছে ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এক বিবৃতিতে বিজেপি-ত্যাগী কর্মী সমর্থকরা বলেছেন, ‘দলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন’ তাঁরা। সেই সঙ্গে নীচুতলার নেতৃত্বের প্রতি শ্রদ্ধার অভাব’ তাঁদেরকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দল এবং আদর্শের প্রতি আমাদের আনুগত্য সর্বদা অটল। আমাদের সমাজ এবং মণিপুরের জনগণের কল্যাণে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ নাগা-অধ্যুষিত জেলার ফুঙ্গিয়ার মণ্ডল থেকে যারা পদত্যাগ করেছেন সেই তালিকায় রয়েছেন মণ্ডল সভাপতি, মহিলা, যুব এবং কিষাণ মোর্চার প্রধান এবং নির্বাচনী এলাকার বুথ সভাপতিরা।

পদত্যাগের প্রতিক্রিয়ায়, বিজেপির মণিপুর প্রদেশের সহ-সভাপতি আউং শিমরে হোপিংসন বলেছেন, এই পদক্ষেপ ‘মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং ব্যক্তিগত লাভের জন্য দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা।’ তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আরও স্পষ্ট করে বলতে চাই ফুঙ্গিয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল এবং বুথ-স্তরের কার্যকর্তারা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ… বিজেপি নীচুতলায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে, নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে দলের শক্তি জোরদার করছে।’ তিনি আরও বলেন, পদত্যাগের এই ঘটনা কয়েক জন ব্যক্তির ব্যক্তিগত হতাশা এবং উচ্চাকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন। এই পদক্ষেপ ফুঙ্গিয়ার নির্বাচনী এলাকায় দলের সাংগঠনিক অবস্থার প্রকৃত ছবি তুলে ধরে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে মেইতেই এবং কুকিদের মধ্যে জাতিগত হিংসা শুরু হওয়ার পর মণিপুরে এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর হতে চলেছে। হিংসায় উত্তপ্ত মণিপুরে কম করে ২৬০ জনের মৃত্যু এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছিলেন। অশান্ত মণিপুর সফরে না যাওয়ায় প্রধানমন্ত্রী মোদীকে তীব্র সমালোচনা করেছিল বিরোধীরা।

Tippiri Tirupathi: সিপিআই (মাওবাদী) দলের সাধারণ সম্পাদক হতে পারেন তেলেঙ্গানার দলিত নেতা টিপ্পিরি তিরুপতি

এই দিনকাল: নিষিদ্ধ ঘোষিত সিপিআই (মাওবাদী) দলের নতুন সাধারণ সম্পাদক হতে পারেন দলিত সমাজ থেকে উঠে আসা তেলেঙ্গানার জাগতিয়াল জেলার টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupathi) ওরফে দেবুজী। গত ২১ মে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু। ৬০ ছুঁইছুঁই দেবুজি তাঁর জায়গায় দায়িত্ব নেবেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিপিআই (মাওবাদী) এর কেন্দ্রীয় কমিটি তাঁদের নতুন প্রধান হিসেবে দেবুজীর নামে সিলমোহর দিয়েছে। দেবুজী পূর্বতন করিমনগর জেলার দ্বিতীয় নেতা যিনি মাওবাদী দলের সাধারণ সম্পাদক পদে বসতে চলেছেন। প্রথম জন ছিলেন জাগতিয়ালের বীরপুরের বাসিন্দা মুপ্পলা লক্ষ্মণ রাও ওরফে গণপতি, যিনি ২০১৮ সালে বয়স এবং স্বাস্থ্যের কারণে পদত্যাগ করার আগে পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছিলেন।

দেবুজী জগতিয়াল জেলার কোরুতলা শহরের আম্বেদকর নগরের বাসিন্দা। মাদিগা সমাজের এই নেতা ইন্টারমিডিয়েট স্তর পর্যন্ত পড়াশোনা করে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে রাজনীতিতে যোগ দেন। কলেজে পড়াকালীন সময়ে সক্রিয় ভাবে ছাত্র রাজনীতি করেন। করিমনগরে এবিভিপি কর্মীদের সঙ্গে সহিংস সংঘর্ষেও জড়িয়ে পড়েন দেবুজী। ১৯৮৩ সালে, তিনি আনুষ্ঠানিকভাবে সিপিআই-এমএল (পিপলস ওয়ার গ্রুপ)-এ যোগ দেন এবং আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং মাওবাদী আন্দোলনে চার দশকের দীর্ঘ কর্মজীবন শুরু করেন।

গড়চিরোলিতে একজন দালাম সদস্য হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন তিরুপতি ওরফে দেবুজী, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে এরিয়া এবং বিভাগীয় কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরে দণ্ডকারণ্য জোনে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেন। ২০০১ সালের মধ্যে, সিপিআই (মাওবাদী) এর কেন্দ্রীয় কমিটি এবং সংগঠনের সশস্ত্র শাখার শক্তিশালী কেন্দ্রীয় মিলিটারি কমিশন (সিএমসি) উভয়ের সঙ্গেই যুক্ত হন তিরুপতি। তিনি ২০০৭ সালের ইউনিটি কংগ্রেসেও অংশ নেন। অবদান রাখেন কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটিতেও।

গেরিলা যুদ্ধে দক্ষ দেবুজী আন্ডারগ্রাউন্ডে থেকে ‘আওয়ামী জং’ নামে প্রকাশনা সম্পাদনা করতেন। এ ছাড়া সিএমসির তরফে নিয়মিতভাবে বিবৃতি জারি করতেন। দেবুজী তেলেগু, হিন্দি এবং গোন্ডি ভাষায় কথা বলতে দক্ষ। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ছত্তিশগড়ের মাদ অঞ্চলে একে ৪৭-সহ। তাঁর খোঁজে কেউ তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে নিরাপত্তা সংস্থাগুলি। তিরুপতি ওরফে দেবুজীর পদোন্নতি এমন সময়ে হল যখন কিনা ভারতে মাওবাদী আন্দোলন তীব্র বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।

Operation Sindoor:‘অপারেশন সিঁদুরের’ পরেও জম্মুকাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত

এই দিনকাল:গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালিয়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী কাঠামো ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। তা সত্ত্বেও পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়নি। বরং, নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, সাম্প্রতিক কালে এই অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে।

গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, সন্দেহ করা হচ্ছে গত চার মাসে ৭০ থেকে ৮০ জন জঙ্গি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। উত্তর কাশ্মীরের উরি, কুপওয়ারা, গুরেজ এবং জম্মু বিভাগের সাম্বার হীরানগর এবং সুন্দরবানীতে ঐতিহ্যবাহী রুট দিয়ে এই অনুপ্রবেশ ঘটেছে বলে জানা গিয়েছে। এমনকি সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও এ কথা মেনে নিয়েছেন গত সপ্তাহে। তিনি বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীরে নিয়ন্র্ওণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টায় কোনও বিরাম নেই। জঙ্গিঘাঁটিতে হামলা সত্ত্বেও, অনুপ্রবেশের চেষ্টা এখনও অব্যাহত।’ অনুপ্রবেশের এই বৃদ্ধির পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী কাজকর্ম জারি রাখার জন্য ইসলামাবাদ জঙ্গিদের ভারতের ভূখণ্ডে ঠেলে দিচ্ছে। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর সতর্কতার সঙ্গে জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে ভারতের বাহিনী। সে কারণে উপত্যকায় জঙ্গি শিবিরে নিয়োগের হার কমে গিয়েছে।

শীতের মাসগুলিতে ভারী তুষারপাতের ফলে উঁচু পাহাড়ি পথ বন্ধ হয়ে যায় এবং চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে শীত শুরু হওয়ার আগেই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, এটি জম্মুকাশ্মীরের অভ্যন্তরে জঙ্গিদের সংখ্যা বৃদ্ধির জন্য একটি মরসুমি প্রচেষ্টার অংশ। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় টহলদারিও বাড়ানো হয়েছে।

Nude Gang: রাস্তায় বেরোলে মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে নগ্ন পুরুষেরা, উত্তরপ্রদেশে আতঙ্ক

এই দিনকাল: আতঙ্কের পরিবেশ উত্তরপ্রদেশের মেরঠের দৌরালা গ্রামে। একাকী মহিলারা রাস্তায় বেরোলেই টেনে নিয়ে যাচ্ছে নগ্ন পুরুষের (Nude Gang) দল। এমন ঘটনা এক বার নয়, বার বার ঘটছে। আর তাই ড্রোন উড়িয়ে নগ্ন গ্যাং এর খোঁজ শুরু করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাস্তায় মহিলারা যখন একাকী বের হচ্ছেন, সেই সময় সম্পূর্ণ নগ্ন অবস্থায় মহিলার সামনে এসে হাজির হচ্ছে এক বা একাধিক নগ্ন পুরুষ। মুহূর্তের মধ্যে মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে আশেপাশের কোনও নির্জন জায়গা অথবা ক্ষেতে। বিষয়টি বার বার ঘটায় আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। অবশেষে পুলিশকে গোটা বিষয়টি জানান স্থানীয়রা। অভিযোগ, চার জন মহিলা একই ভাবে হেনস্থার শিকার হয়েছেন।

অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। নগ্ন গ্যাংয়ের খোঁজে গোটা গ্রাম ঘিরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তদের খুঁজে বের করতে গ্রামে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও৷ যদিও এখনও কোনও অভিযুক্তকে পাকড়াও করা সম্ভব হয়নি। নগ্ন গ্যাংয়ের হাতে হেনস্থার শিকার হওয়া এক তরুণী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় এক নির্জন জায়গায় তাঁর সামনে আচমকা হাজির হয় দুই নগ্ন পুরুষ। এর তাঁকে  জোর করে টেনে নিয়ে যাওয়া হয় পাশের ক্ষেতে। কোনওক্রমে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে সক্ষম হন ওই তরুণী। গ্রামের মানুষ সেই ক্ষেত ঘেরাও করে তল্লাশি চালালেও কারও হদিশ মেলেনি। অন্য দিকে পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি তাঁরা গুরুত্ব সহকারে দেখছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷

Milad-un-Nabi: নবী দিবসে শুভেচ্ছা জানালেন মোদী, মমতা, রাহুল

এই দিনকাল: গোটা বিশ্বে পালিত হচ্ছে মহানবী হজরত মহম্মদের জন্মদিন। বিশেষ এই দিনে শুক্রবার সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মিলাদ উন নবী উপলক্ষে সকলকে শুভেচ্ছা। এই পবিত্র দিনটি আমাদের সমাজে শান্তি ও মঙ্গল বয়ে আনুক। করুণা, সেবা এবং ন্যায়বিচারের মূল্যবোধ সর্বদা আমাদের পথ দেখাক। ঈদ মোবারক!’ 

নবী মহম্মদের জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মানবকল্যাণের পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস ‘ঈদ-এ-মিলাদুন-নবী’ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ।’

ইসলাম ধর্মাবলম্বীদের পালনীয় এই বিশেষ দিনে সবার জন্য সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন,’ঈদ এ মিলাদ উন নবী মুবারক! এই শুভ দিন সকলের জন্য সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনুক।’

Oplus_131072

উল্লেখ্য, হিজরি সালের তৃতীয় মাস রবিউল আউয়াল। ৫৭০ খ্রিষ্টাব্দে এই রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন নবী মহম্মদ। ৬৩ বছর বয়সে ওই মাসের ১২ তারিখেই তিনি আবার প্রয়াত হন। নবী মহম্মদের জন্মদিন ‘ফাতিহায়ে দোয়াজ–দাহম’ বা ঈদ এ মিলাদ উন নবী বা নবী দিবস হিসেবে পরিচিত। ‘ফাতিহায়ে দোয়াজ-দাহম’ শব্দবন্ধটি ফারসি ভাষা থেকে এসেছে। ‘ফাতিহা’ অর্থ প্রার্থনা করা আর ‘দোয়াজ-দাহম’ অর্থ বারো। অর্থাৎ ফাতিহায়ে দোয়াজ-দাহম বলতে বারো তারিখের প্রার্থনাকে বোঝায়।