এই দিনকাল: বিহার বিধানসভার (Bihar Assembly Elections) প্রথম দফার নির্বাচনে ১২১টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হল বৃহস্পতিবার। এদিন ভোটদানের হার ৬৪.৬৬% বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।
বিহারের নির্বাচনী প্রতিযোগিতায় বেশ কয়েকজন শীর্ষ নেতা অংশ নিয়েছেন। যার মধ্যে রয়েছেন রাঘোপুর কেন্দ্রে আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তারাপুরে বিজেপির উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। টানা তৃতীয় বারের মতো জয়ের লক্ষ্যে নেমেছেন তেজস্বী যাদব। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপির সতীশ কুমার। সতীশ এক বার তেজস্বীর মা অর্থাৎ রাবড়ি দেবীকে ভোটে পরাজিত করেছিলেন। অন্য দিকে লালুপ্রসাদ যাদবের বড় পুত্র তেজ প্রতাপ যাদব নতুন করে তৈরি করা জনশক্তি জনতা দলের হয়ে মহুয়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন আরজেডির মুকেশ রৌশন।
২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচনকে মাথায় রেখে প্রচারে ঝড় তুলেছিল এনডিএ এবং ইন্ডিয়া জোট। নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীও। টানটান উত্তেজনা ছিল বিহারের নির্বাচন ঘিরে। মোদী-নীতিশের জুটির দিকে নাকি আরজেডি নেতা তেজস্বী যাদবের পক্ষে যাবে জনমত তা নিয়ে জারি ছিল চর্চা। তবে এখনই এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর অবকাশ নেই। দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর আগামী ১৪ নভেম্বর ফল প্রকাশের দিন জানা যাবে শেষ হাসি কে হাসবে।
