এই দিনকাল: মসজিদে নামাজের উদ্দেশে যাওয়া ব্যক্তিদের (Muslim) পথ আটকে বাধা দেওয়ার অভিযোগে ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ঘটনাটি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলার (Shimla)। সিমলার সানজাউলি মসজিদে (Sanjauli mosque) মুসল্লিদের শুক্রবার নামাজে যেতে বাধা দেওয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিমলার সানজাউলি মসজিদকে স্থানীয় আদালত আগেই অবৈধ হিসেবে ঘোষণা করেছিল। গত শুক্রবার ওই মসজিদে নামাজের উদ্দেশে যাচ্ছিলেন বেশ কয়েক জন মুসল্লি। অভিযোগ, সেই সময় তাঁদের পথ আটকান বেশ কয়েকজন স্থানীয় পুরুষ এবং মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিমাচল প্রদেশ পুলিশ। তদন্তকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর অভিযোগে অবরোধকারী চার মহিলা-সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সূত্রের খবর, ‘দেবভূমি সংগ্রাম সমিতি’ নামের এক সংগঠনের সঙ্গে যুক্ত অভিযুক্তরা। অভিযুক্তদের দাবি, আদালত মসজিদকে অবৈধ ঘোষণা করেছে। তাই সেখানে ‘নামাজ পড়ার অনুমতি দেওয়া উচিত নয়।’ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তরা মুসলিমদের পরিচয়পত্র দেখতে চায়। অবরোধকারীরা প্রশ্ন তোলে, ‘যে মসজিদটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কীভাবে নামাজ পড়তে পারে?’
মহিলাদের দাবি, তাঁরা মুসলিমদের তাঁদের বাড়ির পাশ দিয়ে যেতে দেবেন না। কারণ হিসেবে তাঁরা যুক্তি দেন, তাঁদের ঘরের ভেতরে উঁকি মারেন নামাজ পড়তে যাওয়া লোকজন। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে কিছু স্থানীয় ব্যক্তি মুসল্লিদের নামাজ পড়তে বাধা দিয়ে তাঁদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলে দেখা গিয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করেছে। আরও তদন্ত চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
