Author Archives: Ei Dinkal

বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন, কয়েক ঘন্টার মধ্যে প্রয়াত হলেন কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর

এই দিনকাল: আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন তিনি। তার কয়েক ঘন্টার মধ্যে প্রয়াত হলেন কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (Sunjay Kapur)। বৃহস্পতিবার ইংল্যান্ডে প্রয়াত হয়েছেন সঞ্জয়। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। সংবাদ মাধ্যম সুত্রে খবর, একটি পোলো ম্যাচ খেলার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে গেলেও কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সূত্রের খবর, ম্যাচ চলাকালীন একটি মৌমাছি সঞ্জয় কাপুরের মুখে ঢুকে গিয়েছিল, যার ফলে গলা ফুলে গিয়েছিল এবং তারপরে হার্ট অ্যাটাক হয় তাঁর। উল্লেখ্য, সঞ্জয় কাপুর ছিলেন অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। ২০০৩ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের এক মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান রয়েছে। ২০১৪ সালে, উভয়েই পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর পরে, ২০১৭ সালে, সঞ্জয় মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন। প্রিয়া এবং সঞ্জয়ের একটি ছেলে রয়েছে।

সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পর বলিউডের অনেক তারকাই কারিশ্মার বাড়িতে গিয়ে দেখা করেন। করিনা কাপুর ও তার স্বামী সইফ আলী খানকেও কারিশ্মার বাড়িতে দেখা গেছে। এছাড়াও মালাইকা অরোরা এবং অমৃতা অরোরা গভীর রাতে কারিশ্মার বাড়িতে পৌঁছন।সঞ্জয় কাপুর দুন স্কুলের পড়ুয়া ছিলেন। পোলো খেলতেন সঞ্জয়। তাঁর একটি পোলো টিম ছিল, যেটির নাম ‘অরিয়াস’। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে, সঞ্জয় কাপুর সোশ্যাল মিডিয়ায় আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছিলেন। এক্স হ্যান্ডেলে তার শেষ পোস্ট ছিল, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরটি দুঃখজনক। আমার সমবেদনা এবং প্রার্থনা সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে। ঈশ্বর তাঁদের এই কঠিন সময়ে শক্তি দিন।’ এই পোস্টের পর, সঞ্জয় কাপুরের আকস্মিক প্রয়াণের খবর সমাজ মাধ্যমে আলোড়ন ফেলে। এক নেটাগরিক লিখেছেন, ‘জীবন সত্যিই খুব অনিশ্চিত।’

পরমাণু কেন্দ্রে হামলা হলে গুঁড়িয়ে দেওয়া হবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

এই দিনকাল: ট্রাম্পের দাদাগিরি মানবে না ইরান (Iran)! ফের এক বার ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনও সামরিক পদক্ষেপ নেয় তাহলে ইরান ছেড়ে কথা বলবে না বলে সাফ জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র।

বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তার মূল্য তারা চড়াভাবে দেবে। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি আমাদের রেঞ্জের মধ্যেই রয়েছে, প্রয়োজনে একযোগে আঘাত হানতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।’

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম)- প্রধান জেনারেল মাইকেল কুরিল্লা জানান, তেহরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ‘বিকল্প সামরিক ব্যবস্থা’। এই আবহে ইরানের তরফে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হল তারাও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালাচ্ছে। দেশটি ৬০ শতাংশ পর্যন্ত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যা ৯০ শতাংশ হলে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হয়। রাষ্ট্রসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র তথ্য অনুযায়ী, যে পরিমাণ ইউরেনিয়াম ইরান সমৃদ্ধকরণ করেছে তা দিয়ে অন্তত ৬টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে।

২৪২ জনকে নিয়ে আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান

এই দিনকাল: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India flight) বিমান ভেঙে পড়ে মৃত্যু হল বিমানে থাকা ২৪২ জনেরই! এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। সেখান থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭।

বিমানে থাকা যে ২৪২ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের। একজন যাত্রী কেবল বেঁচে গিয়েছেন। বিমানে যে ২৪২ জন ছিলেন তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। যাত্রীদের মধ্যে ১০৪ জন পুরুষ এবং ১১২ জন মহিলা ছিলেন। এ ছাড়া দুই নবজাতক-সহ ১৪ জন শিশু ছিল। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও অভিশপ্ত ওই বিমানে ছিলেন।

আহমেদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে থাকা ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাট থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে যে ২৪২ জন ছিলেন তার মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। এটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যাঁর ৮,২০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, যার ১,১০০ ঘন্টা ফ্লাইং আওয়ার ছিল।

ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে, বিমানটি ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১:৩৯ মিনিটে যাত্রা শুরু করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ‘মেডে’ কল করে। বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ওঠার পর সেটি ভেঙে পড়ে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন যে তিনি এই দুর্ঘটনায় ‘মর্মাহত’। গোটা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে পরানো হল হাতকড়া, প্রতিক্রিয়া দিল মার্কিন দূতাবাস

এই দিনকাল: মার্কিন মুলুকে এক ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে হাতকড়া পরানোর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। ভারতের একাধিক সংবাদ মাধ্যমও বিষয়টি খবর প্রকাশ করেছে। মোদীর ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের দেশে ভারতীয়কে লাঞ্ছনা করার এই দৃশ্য সমাজ মাধ্যমে কার্যত ঝড় তুলেছে। এই ঘটনায় বিবৃতি জারি করেছে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিওয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতে হাতকড়া পরানো হয়। রবিবার কুনাল জৈন নামে এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। তাতে দেখা যায়, পুলিশ এক তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরাচ্ছে। পোস্টে কুনাল লেখেন, ‘তরুণটি স্বপ্ন নিয়ে এসেছিলেন। কারও ক্ষতি করেননি। এক অনাবাসী হিসেবে নিজেকে অসহায় লাগছিল। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এ এক মানবিক ট্র্যাজেডি।’ পোস্টটিতে ভারতীয় দূতাবাস ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেন তিনি। 

অন্য দিকে, এই ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। ঘটনার কথা মেনে নিয়ে রীতিমতো কড়া ভাষায় বিবৃতি দিয়েছে তারা। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার অধিকার সবার নেই। আমরা বেআইনি অনুপ্রবেশ বরদাস্ত করব না।’

ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ

এই দিনকাল: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। সূত্রের খবর, ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান টিউলিপ।

আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাবেন মহম্মদ ইউনুস। সেই সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক। উল্লেখ্য শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বাংলাদেশে টিউলিপ এবং তাঁর মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ৭ হাজার ২০০ বর্গফুটের প্লট নিয়েছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

মহম্মদ ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক। লন্ডনে জন্মেছি। এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয়, যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশাজীবন গড়ে তুলেছি।’ তিনি আরও লিখেছেন, ‘এ বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে।’ যদিও চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি।

ভারতে অতি দারিদ্র্যের হার ২৭.১% থেকে কমে ৫.৩% হয়েছে: রিপোর্ট

এই দিনকাল: দেশে অতি দারিদ্র‍্যের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে রিপোর্টে দাবি। ২০১১-১২ সালে ভারতে অতি দারিদ্যের হার ছিল ২৭.১%। ২০২২-২৩ সালে যা কমে হয়েছে ৫.৩% হয়েছে। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

২০২২-২৩ সালে ভারতে প্রায় ৭৫.২৪ মিলিয়ন মানুষ অতি দারিদ্র‍্য সীমার মধ্যে বসবাস করতেন। ২০১১-১২ সালে যে সংখ্যাটা ছিল ৩৪৪.৪৭ মিলিয়ন। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুসারে, গত ১১ বছরে প্রায় ২৬৯ মিলিয়ন ব্যক্তিকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করা হয়েছে। ২০১১-১২ সালে ভারতের অতি দরিদ্র জনগোষ্ঠীর ৬৫ শতাংশ ছিল উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে। ২০২২-২৩ সাল নাগাদ এই সমস্ত রাজ্যগুলিতে অতি দারিদ্র‍্যের হার কমেছে। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ‘সামগ্রিক ভাবে অতি দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা ৩৪৪.৪৭ মিলিয়ন থেকে কমে মাত্র ৭৫.২৪ মিলিয়নে দাঁড়িয়েছে।’

উল্লেখ্য, চলতি মাসেই তৃতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি। তার আগেই বিশ্বব্যাঙ্কের এই রিপোর্টে উচ্ছ্বসিত বিজেপি। গেরুয়া শিবির এই রিপোর্টকে ঢাল করে নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব তুলে ধরার চেষ্টা করতে পারে। দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, জন ধন যোজনা এবং আয়ুষ্মান ভারত এর মতো উদ্যোগগুলি আবাসন, রান্নার জ্বালানি, ব্যাঙ্কিং এবং স্বাস্থ্য ক্ষেত্রে সাধারণ মানুষের সুযোগ বৃদ্ধি করেছে।

আগামী বছর এপ্রিলেই হবে বাংলাদেশে নির্বাচন, জানিয়ে দিলেন ইউনুস

এই দিনকাল: আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধেই হবে বাংলাদেশে সাধারণ নির্বাচন। শুক্রবার এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা জানান তিনি।

মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি-সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনের দাবিতে সরব হয়েছিলেন। তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের প্রাথমিক সময় জানিয়ে দিলেন সেদেশের সরকারের প্রধান। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মহম্মদ ইউনুস বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচনসংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।’

নির্বাচনের কবে হবে সেই আভাস দেওয়ার পাশাপাশি শুক্রবার পূর্ববর্তী হাসিনা সরকারকেও নিশানা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল ত্রুটিপূর্ণ নির্বাচনপ্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে। এ ধরনের নির্বাচনের মাধ্যমে যে মানুষের আস্থা অর্জন করা যায় না তা এদিন মনে করিয়ে দেন তিনি।