এই দিনকাল: গর্ত খোঁড়া সম্পন্ন, আনা হয়েছে ফুল ও ধূপ। উদ্দেশ্য এক বছর বয়সী এক শিশুকে বলি (Sacrifice For Treasure) দেওয়া। ঘটনাটি কর্নাটকের। বিজ্ঞান ও প্রযুক্তিকে সম্বল করে যে দেশ চাঁদে অভিযান করছে, প্রতিনিয়ত উন্নতিতে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ভারতবর্ষে কুসংস্কারের এই অন্ধকারময় ছবি ধরা পড়ল। ভ্রান্ত ও কাল্পনিক ধারণার বশবর্তী হয়ে ওই শিশুকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এক ব্যক্তি। যদিও শেষ মুহূর্তে প্রশাসনের তৎপরতায় প্রাণ বাঁচে একরত্তির।
রিপোর্ট অনুসারে, ‘গুপ্তধনের’ লোভে ওই শিশুকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কর্নাটকের বেঙ্গালুরু গ্রামীণ জেলায় একটি বাড়ির ভেতরে সেই কাজ সম্পন্ন করার জন্য গর্ত খোঁড়া হয়েছিল। ধর্মীয় আচারও চলছিল। কিন্তু শিশুটির জীবন বাঁচে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের চেষ্টায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানায় তারা। এ খবর পেয়ে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে চমকে যান। তারা বলি হতে চলা এক বছর বয়সী শিশুকে উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তির বাড়িতে এই ভয়াবহ কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছিল, সেই বাড়ি মালিকের নাম সৈয়দ ইমরান।
পুলিশের এক কর্তা জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা প্রশাসনকে খবর দিলে জেলা শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিকরা ওই বাড়িটিতে গিয়ে তল্লাশি চালান। মাঝপথেই গোটা প্রক্রিয়াটি বন্ধ করে দেন তারা। ছোট গর্তটির কাছ থেকে ধূপ ও ফুল পাওয়া গেছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, শিশুটিকে একটি চাইল্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
