Umar Khalid: দিল্লি হিংসা মামলায় জামিন মিলল না উমর, শারজিল-সহ ৯ জনের

এই দিনকাল: রাজধানী দিল্লিতে ২০২০ সালের হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া উমর খালিদ (Umar Khalid), শারজিল ইমাম-সহ নয় জনের জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। উমর, শারজিল ছাড়াও এই মামলায় যাদের জামিন খারিজ হয়েছে তাঁরা হলেন আতহার খান, খালিদ সাইফি, মোহাম্মদ সেলিম খান, শিফা উর রহমান, মিরান হায়দার, গুলফিশা ফাতিমা এবং শাদাব আহমেদ।

২০২০ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশে প্রতিবাদ হয়েছিল। সে সময় দিল্লিতে বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটে। যাতে নাম জড়ায় উমর, শারজিলদের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ ধারায় মামলা দায়ের করে দিল্লি পুলিশ। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে দিল্লির করকরডুমা আদালত উমরদের জামিনের আর্জি নাকচ করেছিল এই মামলায়। সেই নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তেরা বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি শালিন্দর কৌরের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন।

বস্তুত, সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন ২০২০ সালে হিংসার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি। ওই বছরেই ১৪ সেপ্টেম্বর উমরকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের দাবি, হিংসার ঘটনায় ষড়যন্ত্রকারী ছিলেন উমর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *