এই দিনকাল: যাদের হাতে আইনশৃঙ্খলা রক্ষার ভার, সেই পুলিশের দুই কর্মীর বিরুদ্ধে উঠল গণধর্ষণের (Gang Rape) মতো গুরুতর অভিযোগ। ইতিমধ্যে তামিলনাড়ু পুলিশের সদস্য অভিযুক্ত দুই উর্দিধারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের এক তরুণীকে তাঁর মায়ের সামনে গণধর্ষণ করে দুই পুলিশ কনস্টেবল।তিরুভান্নামালাই জেলা পুলিশের বিবৃতি অনুসারে, অভিযুক্ত দুই কনস্টেবলের নাম ডি সুরেশরাজ এবং পি সুন্দর। দুজনকেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে। সংবাদ মাধ্যমকে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘৩০ সেপ্টেম্বর তিরুভান্নামালাই জেলায় এক মহিলাকে ধর্ষণের ঘটনায় জড়িত দু’জন পুলিশ কর্মীকে আজ ভারতের সংবিধানের ৩১১ ধারার অধীনে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’ তদন্তকারীদের মতে, নির্যাতিতা এবং তাঁর মা ফল বিক্রেতা। ঘটনার দিন তাঁরা অন্ধ্রপ্রদেশ থেকে তিরুভান্নামালাইতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে টহল দেওয়ার সময় সুরেশরাজ এবং সুন্দর মা ও মেয়েকে আটক করেন। তদন্তকারীরা জানিয়েছেন, তরুণী এবং তাঁর মাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় দুই উর্দিধারী। এর পর মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ করে।
অন্য দিকে, এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তামিলনাড়ুতে। সে রাজ্যের বিরোধী দলনেতা এডাপ্পাদি কে পালানিস্বামী তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ডিএমকে সরকারকে লজ্জায় মাথা নত করতে হবে। আমি স্ট্যালিন মডেল সরকারের নিন্দা জানাই, কারণ পুলিশের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য মহিলাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে।’ সে রাজ্যে যৌন অপরাধের সংখ্যা বৃদ্ধির আবহে এই ঘটনা ঘটল। তামিলনাড়ুতে প্রায়শই পুলিশ কর্মী এবং শিক্ষকদের মতো ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। যদিও ডিএমকে বলেছে, এই ধরনের প্রতিটি ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, ন্যায়বিচার এবং দোষী সাব্যস্ত করার জন্য দ্রুত আইনি প্রক্রিয়া চলছে।
