Census 2027: ২০২৬ ও ২৭ সালে ভারতজুড়ে জনগণনা, ১১৭১৮ কোটি টাকার বাজেট অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

এই দিনকাল: আগামী ২০২৬ ও ২০২৭ (Census 2027) সালে ভারতজুড়ে জনগণার কাজ হবে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জনগণনার জন্য বাজেটে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, জনগণনার জন্য খরচ হবে ১১,৭১৮.২৪ কোটি টাকা। 

ভারতের জনগণনা হল বিশ্বের সর্ববৃহৎ প্রশাসনিক ও পরিসংখ্যানগত প্রক্রিয়া। রিপোর্ট অনুসারে, দুটি পর্যায়ে এই গণনা হবে। প্রথমত, ২০২৬-এর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়ি এবং আবাসনগুলিতে গিয়ে গণনা চালানো হবে। দ্বিতীয় পর্যায়ে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে জনগণনা বা পপুলেশন এন্যুমারেশন (পিই) এর কাজ হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মুকাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে প্রবল শীতের কারণে সেপ্টেম্বর, ২০২৬-এ জনগণনা করা হবে।

সূত্রের খবর, বিশ্বের জনবহুল দেশের জনগণনার কাজে প্রায় ৩০ লক্ষ কর্মী অংশ নেবেন। পরিসংখ্যানের কাজ নির্ভুল করার লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। এরপর, একটি স্বচ্ছ তালিকা সংশ্লিষ্ট মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে। ২০২৬ সালে শুরু হওয়া এই জনগণনার কাজে অংশ নেবেন রাজ্য সরকারের নিয়োগ করা শিক্ষকরা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রথম দেশে জনগণনার ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে। এ ছাড়া জনগণনার কাজ তদারকি ও পরিচালনার জন্য সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম (সিএমএমএস) পোর্টাল তৈরি করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে। ৩০ লক্ষ কর্মীর মধ্যে থাকবেন এন্যুমারেটর, সুপার ভাইজার, মাস্টার ট্রেনার, চার্জ অফিসার এবং প্রিন্সিপাল/জেলা সেন্সাস অফিসার। জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের উপযুক্ত সাম্মানিক ভাতাও দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। 

রিপোর্ট অনুসারে, আসন্ন জনগণনার কাজে স্থানীয় স্তরে প্রায় ৫৫০ দিন ধরে ১৮,৬০০ জন কারিগরি কর্মীকে নিযুক্ত করা হবে। অর্থাৎ, ১.০২ কোটি মনুষ্য-দিবস তৈরি হবে। প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা হতে চলেছে।

Leave a Comment