এই দিনকাল: নিজের স্ত্রীকে নৃশংস ভাবে খুনের (Murder) অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, জীবনসঙ্গীকে প্রাণে মেরে ফেলে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ধোবি ঘাট এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম দুর্গা দাস। শুক্রবার সন্ধ্যায় নিজের স্ত্রীকে মর্মান্তিকভাবে খুন করেন। এর পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কাটারি বা ওই জাতীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেছে অভিযুক্ত। নিহত স্ত্রীর নাম মুকুল কর বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে খুন, সে বিষয়ে ধন্দে রয়েছেন তদন্তকারীরা। খুনের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
অন্য দিকে ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তি, নাকি অন্য কোনও কারণে এই নির্মম হত্যাকাণ্ড তা জানতে দুর্গাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
