Tag Archives: Muslim

Muslim: মুসলিম হেডমাস্টারকে সরাতে পানীয় জলের ট্যাঙ্কে বিষ পঞ্চম শ্রেণীর ছাত্রের, গ্রেফতার ৩

এই দিনকাল: সরকারি স্কুলের হেডমাস্টার মুসলিম (Muslim), তাই তাঁকে সরানোর জন্য উগ্র হিন্দুত্ববাদীদের প্ররোচনায় স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে বিষ মেশাল পঞ্চম শ্রেণীর ছাত্র। সেই বিষাক্ত জল পান করার ফলে অসুস্থ হয়ে পড়েছে ১২ জন পড়ুয়া। ১৪ জুলাই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলগাভি জেলার একটি স্কুলে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে শ্রী রাম সেনা নামক একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর  স্থানীয় নেতাও রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, প্রধান শিক্ষক সুলেমান গোরিনায়েক মুসলিম হওয়ায় তাঁর সুনাম নষ্ট করতে এবং তাঁর প্রতি মানুষের আতঙ্ক ও সন্দেহ তৈরি করতে ষড়যন্ত্র করেছিল অভিযুক্তরা। শুধু তাই নয় তাঁকে বদলি করানোরও উদ্দেশ্য ছিল তাদের। আর সেই লক্ষ্য পূরণে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটায় অভিযুক্তরা। সুলেমান গত ১৩ বছর ধরে বেলগাভি জেলার হুলিকাট্টির সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। স্কুলের পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল পান করার জেরে একে একে অসুস্থ হতে শুরু করে পড়ুয়ারা। সব মিলিয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়ে। কারোর মৃত্যু না হলেও এই অসুস্থতার ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ তৈরি হয় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে। দ্রুত চিকিৎসার ফলে অসুস্থ পড়ুয়ারা সুস্থ হয়ে ওঠে। কিন্তু সব মিলিয়ে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে পানীয় জলের ট্যাঙ্কে বিষ দিয়েছিল পঞ্চম শ্রেণীর এক ছাত্র। জিজ্ঞাসাবাদের পর ছেলেটি জানায়, বিষাক্ত পদার্থের একটি বোতল তাকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তা জলের ট্যাঙ্কে ঢেলে দেওয়ার জন্য। যে ব্যক্তি তাকে বোতলটি দিয়েছিল তার নাম কৃষ্ণ মাদার।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কৃষ্ণকে চাপ দিয়ে এই কাজ করানো হয়েছিল। কারণ সে ভিন জাতের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। আর যা সমাজে ফাঁস করে দেওয়ার হুমকি দিত সাগর পাতিল এবং নাগনাগৌড়া পাতিল। কৃষ্ণকে ব্ল্যাকমেইল করে এই কাজ করানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই গোটা ঘটনা ঘটেছে শ্রী রাম সেনা নামের ডানপন্থী সংগঠনের তালুক-স্তরের সভাপতি সাগর পাতিলের পরিকল্পনায়। পুলিশি জেরায় পাতিল স্বীকার করেছে, সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদে একজন মুসলিম বসে রয়েছে, এটা কোনও ভাবেই সে মেনে নিতে পারছিল না। তিন অভিযুক্ত – সাগর পাতিল, নাগনাগৌড়া পাতিল এবং কৃষ্ণ মাদার – কে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ‘ধর্মীয় ঘৃণা এবং মৌলবাদীদের দ্বারা পরিচালিত জঘন্য কাজ’ বলে গোটা বিষয়টিকে অভিহিত করেছেন তিনি। এই অপরাধ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বেলাগাভি জেলার সাভাদত্তি তালুকের হুলিকট্টি গ্রামের সরকারি স্কুলের প্রধান শিক্ষক মুসলিম সম্প্রদায়ের। তাঁকে অন্যত্র বদলি করার খারাপ উদ্দেশ্য নিয়ে, শ্রীরাম সেনার তালুক সভাপতি সাগর পাতিল এবং আরও দুজন স্কুলের শিশুদের পানীয় জলে বিষ মিশিয়ে দিয়েছিল। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ দিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত, কোনও প্রাণহানি ঘটেনি।’

Mohan Bhagwat: দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘোচাতে মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ভাগবত

এই দিনকাল: দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে এবং পরস্পরকে জানার চেষ্টা জোরদার করার লক্ষ্যে মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বৃহস্পতিবার দিল্লির হরিয়ানা ভবনে প্রায় তিন ঘন্টা ধরে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান-সহ বর্ষীয়ান মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভাগবত।

ইমাম উমর আহমেদ ইলিয়াসি সংবাদ মাধ্যমকে বলেন, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন এর তরফে সংগঠনের ৫০তম বার্ষিকী উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। অন্য দিকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘও অক্টোবরে ১০০ বছর পূর্ণ করেছে। ইমাম সংগঠনের প্রধান এদিন আরও বলেন, উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে, দুই সম্প্রদায়ের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ দূর করার লক্ষ্যে নিয়মিতভাবে আরও এই ধরনের বৈঠক আয়োজন করা হবে। তাঁর কথায়, ‘বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে যে মন্দির ও মসজিদ, ইমাম ও পূজারী, গুরুকুল ও মাদ্রাসার মধ্যে আলোচনা শুরু করা উচিত। আমরা এখন এটিকে এগিয়ে নিয়ে যাব। বৈঠকে ভুল বোঝাবুঝি দূর করা, ঘৃণার অবসান ঘটানো এবং খোলা আলোচনার মাধ্যমে আস্থা বৃদ্ধির উপর আলোকপাত করা হয়েছে। সংলাপই প্রতিটি সমস্যার সমাধান। উপাসনা বা বর্ণের পার্থক্য থাকা সত্ত্বেও, আমাদের জাতি সর্বোচ্চ।’ এ ছাড়া তিনি এটিকে একটি ‘যুগান্তকারী বৈঠক’ বলে অভিহিত করেন।

৬০ জনেরও বেশি মুসলিম ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী, মাওলানা এবং পণ্ডিতরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। আরএসএসের জাতীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান সুনীল আম্বেকর বলেন, ‘এটি সমাজের সকল শ্রেণীর সঙ্গে বিস্তৃত সংলাপের একটি ধারাবাহিক প্রক্রিয়া। মূল উদ্দেশ্য হল কী ভাবে দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করতে পারে। আজকের আলোচনাও ইতিবাচক ছিল।’

Samik Bhattacharya: ‘বিজেপির কাছে মুসলিমরা অচ্ছুৎ নয়’, দায়িত্ব নিয়েই বার্তা শমীকের

এই দিনকাল: পশ্চিমবঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি হয়ে ছক ভাঙা বার্তা শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। বৃহস্পতিবার রাজ্য সভাপতি (West Bengal State President) হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয় আনুষ্ঠানিক ভাবে। নয়া দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রথম ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বিজেপি নেতা। এদিন বক্তৃতায় হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দেন তিনি। গেরুয়া শিবিরে যা কার্যত অভাবনীয় বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

বঙ্গ বিজেপিতে সুবক্তা হিসাবে সুপরিচিত শমীক ভট্টাচার্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে তিনি দীর্ঘ দিন ধরে যুক্ত। অথচ কেবলই হিন্দু ঐক্যের বার্তা না দিয়ে তিনি হিন্দু-মুসলমান সসম্প্রীতির বার্তা দিয়ে গেরুয়া শিবিরের রাজনীতিতে নতুন ভাষ্য তৈরি করতে চাইছেন বলে মত পর্যবেক্ষকদের। প্রসঙ্গত সাম্প্রতিক কালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বার হিন্দুদের জোট বাঁধার বার্তা দিয়েছেন। সেই পথে না হেঁটে সংখ্যালঘুদের নিয়ে চলার বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত নয়া রাজ্য সভাপতির। 

মুসলিমরা যে বিজেপির কাছে অচ্ছ্যুৎ নয়, এদিন সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম ভাষণে বুঝিয়ে দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে। যে বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই কোনও মুসলমানের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হল আপনাদের বাড়ির ছেলেরা যারা পাথর হাতে নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখাবে। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময় একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনও সংঘর্ষ নেই, কোনও দাঙ্গা নেই। কোনও রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে। এই মাটিকে রক্ষা করতে হবে।’

এদিন শমীক ভট্টাচার্য সংখ্যালঘু সমাজের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুজতবা আলি, এস ওয়াজেদ আলি, নজরুলের কথা শুনবে, না কোনও উগ্রপন্থীর ভাষা শুনবে। হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে?’

তাঁর আরও সংযোজন, ‘দেখুন রাজ্যের দিকে তাকিয়ে। মরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করল? আপনারা মনে করলে বিজেপিকে ভোট দেবেন না, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত ৩ বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত। ৯০ শতাংশ মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই।’