Tag Archives: Lionel Messi

Lionel Messi: রবি সন্ধ্যার ওয়াংখেড়ে স্টেডিয়াম মাতালেন মেসি, সচিনের সঙ্গে করলেন স্মারক বিনিময়

এই দিনকাল: কলকাতা পারেনি। হায়দরাবাদ পেরেছে, মুম্বইও সফল। ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসিকে (Lionel Messi) কোনও ঝঞ্জাট ছাড়াই বরণ করে নিল রবিবারের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস থেকে শুরু করে ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্দুলকর (Sachin Tendulkar)। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে সচিন এদিন মেসির হাতে তুলে দেন নিজের ১০ নম্বর জার্সি। মেসিও শচিনকে দেন একটি ফুটবল। দুই কিংবদন্তি যখন উপহার বিনিময় করছেন, তখন ভরা স্টেডিয়াম ফুটছে অকল্পনীয় উন্মাদনায়।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন মেসির সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। আর্জেন্টিনা ফুটবল দলের তারকার সঙ্গে সাক্ষাতের পর মাইক্রোফোন হাতে নিয়ে সচিন বলেন, ‘আমি এখানে কিছু অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। আমরা মুম্বইকে স্বপ্নের শহর বলি, এই ভেন্যুতে অনেক স্বপ্নই শেষ রেখা দেখেছে। আপনাদের সমর্থন ছাড়া, ২০১১ সালে এই মাঠে আমরা কখনও সেই সোনালী মুহূর্তগুলি দেখতে পেতাম না। এবং আজ, তাঁদের তিন জনকেই এখানে পাওয়া মুম্বই, মুম্বইবাসী এবং ভারতের জন্য একটি সোনালী মুহূর্ত। তিন জনকেই যেভাবে স্বাগত জানানো হয়েছে তা অসাধারণ। যদি আমাকে তাঁর খেলার কথা বলতে হয়, তবে এটি সঠিক জায়গা নয়। কিন্তু কেউ তাঁর সম্পর্কে কী বলবে, তিনি সবকিছু অর্জন করেছেন। আমরা তাঁর নিষ্ঠা, দৃঢ়তা, প্রতিশ্রুতি এবং সর্বোপরি, তার নম্রতা এবং তাঁর ব্যক্তিত্বের জন্য এত ভালবাসা জানাই। সমস্ত মুম্বইবাসীর পক্ষ থেকে, তাঁকে এবং তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের সকলকে, এখানে উপস্থিত থাকার এবং আমাদের তরুণদের উৎসাহিত করার জন্য আবারও ধন্যবাদ। আমি আশা করি ফুটবলও আমাদের সকলের আকাঙ্ক্ষার উচ্চতায় পৌঁছাবে।’

রবিবার গোট কনসার্টের শুরুতে একটি প্রীতি ম্যাচ হয়। ইন্ডিয়া স্টার্স বনাম মিত্রা স্টার্সের মধ্যে হওয়া সেই ম্যাচে ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী হেডে গোল করেন।মেসিও পেনাল্টিতে গোল করেন। মাঠে এদিন বেশ খোশ মেজাজে দেখা যায় আর্জেন্টিনার কিংবদন্তিকে। অনেকবার তাঁকে দেখা যায় দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন কুড়াতে।

Lionel Messi: মেসির কলকাতা সফরে কলঙ্ক: মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, উদ্যোক্তা গ্রেফতার, সারা দিনে কী কী ঘটল?

এই দিনকাল: বিশ্বের প্রথমসারির ফুটবল তারকা, যাঁকে ‘গোট’ নামে অভিহিত করেন ভক্তরা। সেই লিয়োনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যে উন্মাদনা আগে থেকেই তৈরি হয়েছিল, তা ক্ষোভে রূপান্তরিত হল শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। বহু মূল্যে টিকিট কেটেও এদিন প্রিয় তারকাকে ভাল করে দর্শন না করতে পেরে মাঠের মধ্যে চেয়ার, জলের বোতল ছুঁড়ে দিলেন ভক্তরা। তৈরি হল তুমুল বিশৃঙ্খলা। এদিন নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। গোটা ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বিশৃঙ্খলার জন্য ক্ষমা চেয়েছেন মেসি এবং তাঁর ভক্তদের কাছে। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে মেসিকে কলকাতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন যিনি, সেই শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবারের বিশৃঙ্খলা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। বিশ্বমঞ্চে বাংলা হেয় প্রতিপন্ন হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে পদ্ম শিবির। যদিও মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে এক জন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। ঘটনায় বিবৃতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি আয়োজককে গ্রেফতার এবং ফুটবলপ্রেমীদের টিকিটের টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন।

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কী ঘটেছিল

বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ফুটবলপ্রেমীর আইকন লিয়োনেল মেসি তিন দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে শনিবার ভোরে কলকাতায় পৌঁছন। শহরে নিজের একটি মূর্তি উন্মোচন করেন তারকা। এর পর, সল্টলেক স্টেডিয়ামে পৌঁছন। যেখানে তাঁর হাজার হাজার ভক্ত টিকিট কেটে জড়ো হয়েছিলেন প্রিয় ফুটবলারকে এক ঝলক দেখার জন্য। তবে সেই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। কারণ মাঠের মধ্যে মেসিকে ঘিরে ছিলেন নেতা মন্ত্রী থেকে শুরু করে টলিউডের অভিনেত্রী। সেই ভিড়ের কারণে ফুটবল আইকনকে দেখতে পাননি ভক্তরা। সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে মাঠের মধ্যে চেয়ার এবং জলের বোতল ছুঁড়ে দেওয়ার মাধ্যমে। অনেকেই মাঠে ঢুকে পড়েন। কেউ কেউ স্টেডিয়ামে ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দ্রুত। এর পর মাঠে নামানো হয় র‍্যাফ, পুলিশ। মেসিকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়। কলকাতার পর মেসির পরবর্তী গন্তব্য ছিল এদিন হায়দরাবাদ। প্রসঙ্গত, এদিনই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে।