Lionel Messi: রবি সন্ধ্যার ওয়াংখেড়ে স্টেডিয়াম মাতালেন মেসি, সচিনের সঙ্গে করলেন স্মারক বিনিময়
এই দিনকাল: কলকাতা পারেনি। হায়দরাবাদ পেরেছে, মুম্বইও সফল। ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসিকে (Lionel Messi) কোনও ঝঞ্জাট ছাড়াই বরণ করে নিল রবিবারের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস থেকে শুরু করে ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্দুলকর (Sachin Tendulkar)। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে সচিন এদিন মেসির হাতে তুলে দেন নিজের ১০ … Read more