Tag Archives: Human Bite

Human Bite: বাকিতে সিগারেট না দেওয়ার জের, দোকানদারের কান কামড়ে ছিঁড়ে নিল যুবক

এই দিনকাল: বাকিতে সিগারেট চেয়েছিল। কিন্তু তা দিতে অস্বীকার করায় দোকানদারকে কামড়ে (Human Bite) কান ছিঁড়ে নিল এক যুবক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। আহত দোকানদারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জখম দোকানদারের নাম আমানুজ্জামান। দৌলতপুরের সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে তাঁর দোকান রয়েছে। সোমবার সকালে তাঁর দোকানে আসে সুমন হোসেন নামের ২০ বছর বয়সী এক যুবক। দোকানদারের কাছে বাকিতে সিগারেট চায় সে। কিন্তু আমানুজ্জামান বাকিতে সিগারেট দিতে অস্বীকার করেন। শুধু তাই নয় ওই যুবকের ইতিমধ্যে দোকানে বাকি রয়েছে। সে কারণে দোকানদার বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। আর তখনই দুজনের মধ্যে বচসা তৈরি হয়। অভিযোগ, সেই সময় সুমন প্রথমে ধারালো অস্ত্র দিয়ে দোকানদারকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হওয়ার পরে আচমকা দোকানদারের ডান কানে কামড় বসিয়ে দেয়। ফলে ছিঁড়ে যায় সেটি। এর ঘটনাস্থল পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয় লোকজন জখম আমানুজ্জামানকে তড়িঘড়ি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি করেন। গোটা ঘটনার কথা জানিয়ে মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করে জখম দোকানদারের পরিবার।

আমানুজ্জামানের বড় ভাই নাজমুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, তাঁরা আসামি ধরার চেষ্টা চালাচ্ছেন।