Human Bite: বাকিতে সিগারেট না দেওয়ার জের, দোকানদারের কান কামড়ে ছিঁড়ে নিল যুবক

এই দিনকাল: বাকিতে সিগারেট চেয়েছিল। কিন্তু তা দিতে অস্বীকার করায় দোকানদারকে কামড়ে (Human Bite) কান ছিঁড়ে নিল এক যুবক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। আহত দোকানদারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সংবাদ মাধ্যম সূত্রে খবর, জখম দোকানদারের নাম আমানুজ্জামান। দৌলতপুরের সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে তাঁর দোকান রয়েছে। সোমবার সকালে তাঁর দোকানে আসে সুমন … Read more