এই দিনকাল: গোটা রাজ্য যখন উৎসবে সামিল সেই সময় ভয়াবহ গণধর্ষণের (Gang Rape) ঘটনা ঘটে গেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। গত ৩০ সেপ্টেম্বর, অষ্টমীর রাতে ষাটোর্ধ্ব এক মহিলাকে নৃশংস ভাবে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। যে ঘটনার পর শুক্রবার নির্যাতিতা মহিলা ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করল মানবাধিকার সংগঠন সিপিডিআরএস (CPDRS) এর অনুসন্ধানী দল। এদিন নির্যাতিতার কাছ থেকে ভয়াবহ অভিজ্ঞতা শোনার পাশাপাশি গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
নির্যাতিতার পরিবার জানায়, ৩০ সেপ্টেম্বর গভীর রাতে তিন জন আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে। শুধু তাই নয় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। পরে নির্যাতিতার ছেলে, বৌমা ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। এখনও পর্যন্ত এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও অধরা এক অভিযুক্ত। উল্লেখ্য, তিন অভিযুক্তের মধ্যে এক জন আগেই ধর্ষণ মামলায় জেল খেটেছে। আরেক জনের বিরুদ্ধে পকসো মামলা বিচারাধীন রয়েছে। মানবাধিকার সংগঠনের দাবি, এলাকায় নারী নিরাপত্তার যে ভয়াবহ সঙ্কট, এই ঘটনা তা প্রকাশ্যে এনে দিয়েছে।
সিপিডিআরএস এর অনুসন্ধানী দলের সদস্য সেরিফ হোসেন পুরকাইত এদিন বলেন, ‘এক জন ষাট বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণের স্বীকার হতে হলো। এ সভ্যতার লজ্জা! সামাজিক মূল্যবোধ বলে আর কিছু নেই। প্রশাসনের হাল তথৈবচ।’
