Humayun’s Tomb Collapses: মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে দরগার ছাদ ভেঙে মৃত্যু ৬ জনের

এই দিনকাল: দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে (Humayun’s Tomb Collapses) একটি দরগার ছাদ ভেঙে মৃত্যু হল ৬ জনের। ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েক জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির নিজামুদ্দিন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার ফলে আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। যাদের মধ্যে নয় জনকে চিকিৎসার জন্য দিল্লির এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবারের নামাজের জন্য মানুষজন দরগায় যাচ্ছিলেন। সেই সময় আচমকা ভেঙে পড়ে সেটির একাংশের ছাদ। দরগা শরীফ পাট্টে শাহ নিজামুদ্দিন পূর্বের হুমায়ুনের সমাধির কাছে অবস্থিত। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি খোলা প্রাঙ্গণের চারপাশে একটি ছোট সবুজ ভবন রয়েছে। সেটির এক পাশের ছাদ ভেঙে পড়েছে বলে দেখা যাচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লির দমকল বাহিনী, দিল্লি পুলিশ, এনডিআরএফ এবং দিল্লি বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ একাধিক উদ্ধারকারী সংস্থা। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। অসমর্থিত সূত্রে খবর, প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরনো ছিল ভেঙে পড়া ছাদটি। শুক্রবার যখন সেটি ভেঙে পড়ে, সেই সময় দরগার ভেতরে ছিল ১৫ থেকে ২০ জন লোক। যাদের মধ্যে ইমামও ছিলেন বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাস্থলটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে।

Leave a Comment