Sanchar Saathi App: সাইবার সুরক্ষার স্বার্থে অ্যাপল, স্যামসাং, শাওমিকে মোবাইলে বিশেষ অ্যাপ প্রিলোড করার নির্দেশ টেলিকম মন্ত্রকের 

এই দিনকাল: সাইবার সুরক্ষার স্বার্থে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিশেষ সরকার পরিচালিত অ্যাপ (Sanchar Saathi App) প্রিলোড (আগে থেকে ফোনে ইনস্টল থাকবে) করার নির্দেশ দিল ভারতের টেলিকম মন্ত্রক। এটি মোবাইল সফটওয়্যারের সঙ্গে এমন ভাবে থাকবে যাতে ব্যবহারকারীরা আর আনইনস্টল করতে না পারেন। গত ২৮ নভেম্বর এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

রিপোর্ট অনুসারে, শাওমি, ভিভো, ওপো, স্যামসাং এর মতো বড় বড় মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে মোদী সরকারের এই পদক্ষেপের ফলে অ্যাপলের সঙ্গে সংঘাত তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, সংস্থাটি মোবাইল বিক্রির আগে কোনও সরকারি বা তৃতীয় পক্ষের অ্যাপ তাদের ডিভাইসে প্রিলোডের অনুমতি দেয় না, অ্যাপলের নীতিমালার সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে।

সংস্থাগুলিকে ৯০ দিনের মধ্যে মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ প্রিলোড করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এতে আরও বলা হয়েছে যে ব্যবহারকারীরা অ্যাপটি আনইনস্টল করতে পারবেন না। ইতিমধ্যে সাপ্লাই চেনে থাকা ফোনগুলিতে সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম টেলিকম বাজারগুলির মধ্যে ভারত অন্যতম। দেশে ১.২ বিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। সূত্রের খবর, জানুয়ারিতে চালু হওয়া সঞ্চার সাথী অ্যাপ ইতিমধ্যেই ৭০০,০০০-এরও বেশি হারানো ফোন ট্র্যাক এবং পুনরুদ্ধারে সহায়তা করেছে। যার মধ্যে কেবল অক্টোবরে এই সংখ্যাটা ৫০,০০০। এই অ্যাপটি ব্যবহারকারীদের আইএমইআই নম্বর যাচাই করতে, সন্দেহজনক কল রিপোর্ট করতে এবং চুরি হওয়া ডিভাইস ব্লক করতে সাহায্য করে। তবে এই নির্দেশিকা পাবার পর এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি স্যামসাং বা শাওমির কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *