Two Nation Theory: ‘দ্বি-জাতি তত্ত্ব প্রথম প্রচার করেছিলেন সাভারকর’, আম্বেদকরের উদ্ধৃতি দিয়ে দাবি কর্নাটকের মন্ত্রীর

এই দিনকাল: ধর্মের ভিত্তিতে (Two Nation Theory) ভাগ হয়েছিল ভারতবর্ষ। দেশভাগের জন্য অনেকে মহম্মদ আলি জিন্নাহকে দায়ী করেন। তবে এ বিষয়ে ভিন্ন মত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গের (Priyank Kharge)। তাঁর দাবি, ভারতে দ্বি-জাতি তত্ত্বের ধারণাটি প্রথম তুলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। এমনকি মহম্মদ আলি জিন্নাহ এবং মুসলিম লীগ কর্তৃক তা গৃহীত হওয়ার অনেক আগে সাভারকর ধর্মের ভিত্তিতে দ্বি-জাতি তত্ত্বের প্রচার করেন।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রিয়ঙ্ক খাড়গে লেখেন, ‘দ্বি-জাতির ধারণাটি প্রথম ‘বীর’ সাভারকর উত্থাপন করেছিলেন এবং তাঁর ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ সেই তত্ত্বকে সমর্থন করেছিল।’ কর্নাটকের তথ্য প্রযুক্তি এবং বায়োটেকনলোজি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে সাভারকরের লেখা এবং বক্তৃতা উল্লেখ করে ঘটনার ধারাবাহিকতা তুলে ধরেন। তিনি লেখেন, ‘১৯২২ সালে লেখা ‘এসেন্সিয়াল অফ হিন্দুত্ব’ বইতে, সাভারকর হিন্দুত্বকে ধর্ম দিয়ে নয়, হোমল্যান্ড দ্বারা সংজ্ঞায়িত করেছিলেন, ভারতকে ‘পিতৃভূমি এবং পবিত্রভূমি’ হিসাবে সংজ্ঞায়িত করেছেন তিনি।’ খাড়গে উল্লেখ করেন, ১৯৩৭ সালে আহমেদাবাদে হিন্দু মহাসভার ১৯তম অধিবেশনে সাভারকর বলেছিলেন, ‘ভারতে পাশাপাশি দুটি বিরোধী জাতি বসবাস করছে। আজ ভারতকে একটি ঐক্যবদ্ধ এবং সমজাতীয় জাতি হিসেবে ধরে নেওয়া যায় না। বিপরীতে, ভারতে প্রধানত দুটি জাতি রয়েছে: হিন্দু এবং মুসলিম।’ তিনি আরও উল্লেখ করেন ১৯৪৩ সালে নাগপুরে সাভারকরের মন্তব্য ছিল: ‘মিস্টার জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের সঙ্গে আমার কোনও বিরোধ নেই। আমরা, হিন্দুরা, আমরা নিজেরাই একটি জাতি, এবং এটি একটি ঐতিহাসিক সত্য যে হিন্দু এবং মুসলিম দুটি জাতি।’

এক্স হ্যান্ডেলের পোস্টে প্রিয়ঙ্ক খাড়গে প্রশ্ন তোলেন বিজেপি কি এই ইতিহাস অস্বীকার করে? পাশাপাশি বি আর আম্বেদকরের পর্যবেক্ষণ উদ্ধৃত করেছেন তিনি। লিখেছেন, ‘অদ্ভুত মনে হলেও, এক জাতি বনাম দ্বি-জাতি ইস্যুতে মিস্টার সাভারকর এবং মিস্টার জিন্নাহ একে অপরের বিরোধী হওয়ার পরিবর্তে সম্পূর্ণ একমত। উভয়েই কেবল একমত নন, বরং জোর দিয়ে বলেন যে ভারতে দুটি জাতি রয়েছে – একটি মুসলিম জাতি এবং অন্যটি হিন্দু জাতি। তারা কেবল দুটি জাতি কোন শর্তে জীবন যাপন করবে সেই বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *