অনন্যা মান্না
সময় নির্ধারিত শব্দে ছিনিয়ে নেয় অনাড়ম্বর প্রয়াগ।
দুয়ারে অবনত বসন্ত,
কনকাঞ্জলি হয় জারজ অভিজ্ঞানে।
অথৈ সন্ধির পর একটি শুষ্ক বিরান কথাসাহিত্য!
অংসল ক্ষতে ইন্ধন দেয় এক একটি শীতের গান্ধর্ব,
কিভাবে যেন ধীয় জ্ঞানে নিয়মিত হয়ে আসে হাঁড়ি কড়াইয়ের কলহ,
মায়া হয়,অন্ধকার ঘরের গোপনাঙ্গ মনে করে।
কিভাবে সূর্যালোক অধিগ্ৰহণ করার পর থেকে সেজে ওঠে ঘর,অভিশপ্ত হয়ে যায় সেই থেকে।