Nude Gang: রাস্তায় বেরোলে মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে নগ্ন পুরুষেরা, উত্তরপ্রদেশে আতঙ্ক

এই দিনকাল: আতঙ্কের পরিবেশ উত্তরপ্রদেশের মেরঠের দৌরালা গ্রামে। একাকী মহিলারা রাস্তায় বেরোলেই টেনে নিয়ে যাচ্ছে নগ্ন পুরুষের (Nude Gang) দল। এমন ঘটনা এক বার নয়, বার বার ঘটছে। আর তাই ড্রোন উড়িয়ে নগ্ন গ্যাং এর খোঁজ শুরু করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাস্তায় মহিলারা যখন একাকী বের হচ্ছেন, সেই সময় সম্পূর্ণ নগ্ন অবস্থায় মহিলার সামনে এসে হাজির হচ্ছে এক বা একাধিক নগ্ন পুরুষ। মুহূর্তের মধ্যে মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে আশেপাশের কোনও নির্জন জায়গা অথবা ক্ষেতে। বিষয়টি বার বার ঘটায় আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। অবশেষে পুলিশকে গোটা বিষয়টি জানান স্থানীয়রা। অভিযোগ, চার জন মহিলা একই ভাবে হেনস্থার শিকার হয়েছেন।

অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। নগ্ন গ্যাংয়ের খোঁজে গোটা গ্রাম ঘিরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তদের খুঁজে বের করতে গ্রামে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও৷ যদিও এখনও কোনও অভিযুক্তকে পাকড়াও করা সম্ভব হয়নি। নগ্ন গ্যাংয়ের হাতে হেনস্থার শিকার হওয়া এক তরুণী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় এক নির্জন জায়গায় তাঁর সামনে আচমকা হাজির হয় দুই নগ্ন পুরুষ। এর তাঁকে  জোর করে টেনে নিয়ে যাওয়া হয় পাশের ক্ষেতে। কোনওক্রমে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে সক্ষম হন ওই তরুণী। গ্রামের মানুষ সেই ক্ষেত ঘেরাও করে তল্লাশি চালালেও কারও হদিশ মেলেনি। অন্য দিকে পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি তাঁরা গুরুত্ব সহকারে দেখছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *