Omar Abdullah: ‘জম্মুকাশ্মীরের প্রত্যেক বাসিন্দা জঙ্গি নয়’: মুখ্যমন্ত্রী ওমর

এই দিনকাল: দিল্লি গাড়ি বিস্ফোরণের ঘটনায় তদন্ত জারি রেখেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে একাধিক চিকিৎসককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। এই আবহে সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গে মন্তব্য করলেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah)। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দিল্লি বিস্ফোরণের নিন্দা যতই জানানো হোক না কেন, তা যথেষ্ট নয়। পাশাপাশি তিনি বলেন, জম্মুকাশ্মীরের প্রত্যেক বাসিন্দা সন্ত্রাসী নয় বা জঙ্গিদের সঙ্গে জড়িত নয়।

বৃহস্পতিবার জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লা বলেন, ‘এই ঘটনার নিন্দা যতই করা হোক, তা যথেষ্ট নয়। নিরপরাধ মানুষদের এভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না এবং কোনও ধর্ম এমন কাজকে অনুমোদন দেয় না। তদন্ত চলছে, এবং দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের প্রতিটি বাসিন্দা সন্ত্রাসী নয়, বরং কেবলমাত্র কয়েকজন ‘সর্বদা এখানকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে।’ ওমর বলেন, ‘যখন আমরা জম্মুকাশ্মীরের প্রত্যেক বাসিন্দা এবং প্রত্যেক কাশ্মীরি মুসলমানকে একই মানসিকতার মানুষ হিসেবে দেখি এবং মনে করি যে প্রত্যেকেই সন্ত্রাসী, তখন মানুষকে সঠিক পথে রাখা কঠিন হয়ে পড়ে।’ তিনি জোর দিয়ে বলেন, বিস্ফোরণের জন্য যারা দায়ী তাদের শনাক্ত করে শাস্তি দেওয়া দরকার। পাশাপাশি যারা নির্দোষ, সেই সব মানুষদের হেনস্থা করা উচিত নয়।

উল্লেখ্য, ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, গাড়িটি চালাচ্ছিলেন উমর নবি নামের এক চিকিৎসক। নিহত চিকিৎসকের দেহাংশের ডিএনএ এর সঙ্গে তাঁর মায়ের এবং ভাইয়ের ডিএনএ মিলিয়ে তদন্তকারীরা ১০০ শতাংশ নিশ্চিত হয়েছেন। গাড়িটিতে চালকের আসনে ছিলেন উমরই। পেশায় চিকিৎসক ও অধ্যাপক হয়েও কী ভাবে সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন উমর তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ওমর বলেন, ‘আমরা কি আগেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জড়িত থাকতে দেখিনি? কে বলে যে শিক্ষিত মানুষ এসব কাজে জড়ায় না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *