Band: মুসলিম হয়ে হিন্দু দেবদেবীর নাম ব্যবহার কেন? ব্যান্ড মালিকদের ডেকে পাঠাল যোগী রাজ্যের পুলিশ

এই দিনকাল: মুসলিম ব্যান্ড (Band) মালিকদের একাংশ নিজের সংস্থার নাম রেখেছিল হিন্দু দেবদেবীর নামে। আর তাতেই আপত্তি যোগী রাজ্যের পুলিশের। ব্যান্ড মালিকদের ডেকে পাঠাল উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার পুলিশ। তাদেরকে হিন্দু নাম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শাবি শর্মা নামের একজন আইনজীবী গত ৯ জুলাই মুখ্যমন্ত্রীর পোর্টালে একটি অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে তিনি দাবি করেন জেলার প্রায় ১৫ থেকে ২০ জন মুসলিম ব্যান্ড মালিক নিজেদের ব্যবসার নাম রেখেছেন হিন্দু দেবদেবীর নামে। অভিযোগ পাওয়ার পর, তৎপরতা শুরু করে পুলিশ। মোরাদাবাদের এসপি (শহর) কুমার রণবিজয় সিং বেশ কয়েকজন ব্যান্ড অপারেটরকে ডেকে পাঠান, যাদের মধ্যে বেশিরভাগ ছিলেন মুসলিম। এসপি তাদের নির্দেশ দেন, ব্যান্ড হিন্দু দেবদেবীর নামে না রাখার জন্য। পুলিশের নির্দেশ মেনে চলবেন বলে জানিয়েছেন ব্যান্ড মালিকরা।

পুলিশের মতে, অভিযোগকারী দাবি করেছিলেন, এই প্রবণতা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। সিং বলেন, ‘মঙ্গলবার, তাদের তলব করে এমন নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সকলেই তা মেনে চলতে রাজি হয়েছেন।’ প্রসঙ্গত, একজন মুসলিম ব্যান্ড মালিক যদি তার ব্যান্ডের নাম হিন্দু দেবতার নামে রাখে, সেক্ষেত্রে বেআইনি কিছু নেই।

অভিযোগকারীর বক্তব্য, মোরাদাবাদের ব্যান্ড শিল্প মূলত মুসলিমদের নিয়ন্ত্রণে। এই প্রতিষ্ঠানগুলির অনেকগুলি হিন্দু নামে পরিচালিত হয়, যার মধ্যে হিন্দু দেব-দেবীর নামও রয়েছে। তাঁর দাবি, ‘এটি পরিচয় বিকৃত করার চেষ্টা। মুখ্যমন্ত্রী নিজেই এই ধরণের প্রথার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।’ বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর পোর্টালে একটি অভিযোগ জমা দিয়েছিলাম। এখন পুলিশ ব্যবস্থা নিয়েছে। এটি বৈষম্য নয়, এটি আইনি ব্যবস্থা।’

Leave a Comment