এই দিনকাল: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) তীব্র আক্রমণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Maharashtra CM Devendra Fadnavis)। শুক্রবার তিনি বলেন, কংগ্রেস নেতা ‘শহুরে মাওবাদী’র মত কথা বলছেন। শুধু তাই নয়, ফড়নবিশের দাবি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাহুল দেশের তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জিকে উসকানি দেওয়ার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার রাহুল গান্ধী নিজের সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। যেখানে বিরোধী দলনেতা দেশের যুব ও ছাত্রদের ‘সংবিধান রক্ষা, গণতন্ত্র রক্ষা এবং ভোট চুরি বন্ধ’ করার আর্জি জানিয়েছেন।সেটির প্রতিক্রিয়ায় ফড়নবিশ এমন মন্তব্য করেছেন। সাংবাদিকদের ফড়নবিশ বলেন, ‘রাহুল গান্ধী তরুণ প্রজন্মকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করতে বলেছেন। এটি ‘ভোট চুরি’ নয়, বরং তাঁর মস্তিষ্ক চুরি করা হয়েছে। তিনি শহুরে মাওবাদীদের ভাষা বলেন যাঁরা সংবিধান বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে বিশ্বাস করেন না।’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, রাহুল গান্ধীকে যাঁরা পরামর্শ দেন, তাঁরাও একই রকম ভাবে ‘শহুরে মাওবাদী মানসিকতা’র। ফড়নবিশ বলেন, ‘ভারতের জেন জি সংবিধানে বিশ্বাস করেন, গণতন্ত্রকে মূল্য দেন এবং স্টার্ট-আপ এবং প্রযুক্তি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন।রাহুল গান্ধী না তাঁদের বোঝেন, না এই দেশের তরুণদের, না সিনিয়রদের।’