Interfaith Relationship: ভিন ধর্মে প্রেম, যোগীরাজ্যে মুসলিম যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন

এই দিনকাল: ভিন ধর্মের তরুণীর সঙ্গে প্রেম (Interfaith Relationship)। আর তার জেরে উত্তরপ্রদেশের লখনউয়ের সাদাতগঞ্জে খুন হতে হল এক যুবককে। অভিযোগ, সোমবার রাতে ‘বিয়ের বিষয় নিয়ে আলোচনা’র জন্য ওই যুবককে ডেকে পাঠিয়েছিলেন তরুণীর ভাই। তার পর তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম আলি আব্বাস। তিনি যে তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি ভিন্ন সম্প্রদায়ের। ফলে তরুণীর পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। অভিযোগ, ওই তরুণী আলি আব্বাসকে তাঁর বাড়িতে ডেকেছিলেন। সেখানে তাঁর ভাই এবং ভাইয়ের বন্ধুরা মিলে আলিকে মারধর করে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (লখনউ) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, খুনের ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছেন, ধৃতরা হলেন মহিলার ভাই হিমালয় প্রজাপতি (২৭) এবং তাঁর দুই প্রতিবেশী ও বন্ধু সৌরভ (২৪) এবং সোনু কুমার (৩০)। সাদাতগঞ্জ থানার অফিসার সন্তোষ কুমার আর্য বিষয়টি নিয়ে বলেন, অভিযুক্তদের আদালতে তোলা হয়। বিচারক তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। অন্য দিকে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। 

পুলিশ আরও জানতে পেরেছে, আলি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। সোমবার গভীর রাতে পুলিশ খবর পায়, সাদাতগঞ্জের লাকরমান্ডি হাটা এলাকায় এক যুবককে লাঠি দিয়ে আক্রমণ করা হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় একটি দল। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

Leave a Comment