Vidyasagar University: প্রশ্নপত্র কাণ্ড: বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়ায় অধ্যাপকের শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি আইনজীবীদের

এই দিনকাল: পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) ইতিহাসের (History) প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়ায় বিতর্ক এখনও অব্যাহত।  এই আবহে এবার দোষী অধ্যাপকের শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন আইনজীবীরা। মেদিনীপুর জেলা জজ আদালতের আইনজীবীরা সম্মিলিতভাবে ওই চিঠি পাঠিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা মেদিনীপুর জজ আদালতের সর্বসস্তরের আইনজীবীরা একটি অতি সংবেদনশীল এবং নিজের জীবন উৎসর্গকারী বিপ্লবীদের প্রতি অপমানজনক মন্তব্যের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং দোষী অধ্যাপকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

উল্লেখ্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমেস্টার ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ্যে আসার পর বিতর্ক তৈরি হয়। প্রশ্নপত্রে লেখা হয়, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেট এর নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’ ইতিহাস অনার্সের ‘মর্ডান ন্যাশনালিজম ইন ইন্ডিয়া’ পেপার থেকে এই প্রশ্নটি করা হয়। আদতে প্রশ্নপত্রে যাঁদেরকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, তাঁরা ছিলেন বিপ্লবী। আর যে জেলাশাসকরা নিহত হয়েছিলেন তারা হলেন, অত্যাচারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেমস প্যাডি, ডগলাস ও বার্জ।বিপ্লবী বিমল দাশগুপ্ত, বিপ্লবী জ্যোতিজীবন ঘোষ, বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য, অনাথবন্ধু পাঁজা, মৃগেন দত্তরা তিন অত্যাচারী জেলাশাসককে খুন করেছিলেন।

ইতিমধ্যে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর। তিনি বলেন, ‘অনিচ্ছাকৃত, অসাবধানতাবশত এই ভুল হয়েছে।’ প্রশ্নপত্র প্রকাশ্যে আসার পর সরিয়ে দেওয়া হয়েছে, ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *