RSS: সরকারি পরিসরে আরএসএস নিষিদ্ধ করার দাবি তোলায় কর্নাটকের মন্ত্রীকে খুনের হুমকি

এই দিনকাল: সরকারি পরিসরে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে (RSS) নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। আর তার জেরে কর্নাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে (Priyank Kharge) এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। বুধবার খাড়গে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে শোনা যাচ্ছে, এক জন ব্যক্তি মন্ত্রীকে কঠোর এবং অবমাননাকর ভাষায় গালিগালাজ করছে।

প্রিয়ঙ্ক খাড়গে বলেন তিনি একাধিক হুমকি ফোন পেয়েছেন, এই ক্লিপটি তারই একটি নমুনা। প্রিয়ঙ্ক লিখেছেন, ‘যে ধরণের নোংরামি আরএসএস তরুণদের মনে ভরে দেওয়ার চেষ্টা করছে তার একটি ছোট উদাহরণ এটি।’ তিনি প্রশ্ন করেন, ‘মা-বোনদের নাম ধরে ডাকা এবং তাদের অপমান করা কি শাখায় শেখানো সবচেয়ে ঘৃণ্য সংস্কৃতি? বিওয়াই বিজয়েন্দ্র, আর অশোক, সিটি রবি, সুনীল কুমার, প্রতাপ সিংহ, চালবাদী নারায়ণস্বামীর মতো বিজেপি নেতারা কি মোদী এবং মোহন ভাগবতের মায়েদের এভাবে নির্যাতন করা অনুমোদন করেন?’ খাড়গে বলেন, বিজেপি নেতাদের সন্তানরা যখন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছে, তখন দরিদ্র মানুষের সন্তানদের এইভাবে নির্যাতন ও ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তবে তিনি এই বিষয়ে আইনি ব্যবস্থা নিতে চান না বলে জানিয়েছেন। কারণ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র বলেন, ‘আমি যদি অভিযোগ দায়ের করি, তাহলে সেই ব্যক্তির জীবনের ক্ষতি হবে, কিন্তু যারা তাকে এমন মানসিক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে তাদের কিছু হবে না।’

তাঁর কথায়, ‘আমাদের লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং আরএসএস-এর ছড়িয়ে দেওয়া এই নোংরা মানসিকতার বিরুদ্ধে, সেই অশুভ শক্তির বিরুদ্ধে যারা নিরীহদের মগজ ধোলাই করছে এবং তাদের চিন্তাভাবনাকে কলুষিত করছে।’ ‘বিভেদমূলক মতাদর্শ’ মোকাবিলা করার জন্য আরএসএসের কর্মীদের বুদ্ধ, বাসব এবং আম্বেদকরের শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি লড়াই করব এবং নিরীহ শিশু এবং যুবকদের এই কলুষিত ব্যবস্থার শিকার হওয়া থেকে রুখতে দৃঢ় পদক্ষেপ নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *