বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন, কয়েক ঘন্টার মধ্যে প্রয়াত হলেন কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর

এই দিনকাল: আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন তিনি। তার কয়েক ঘন্টার মধ্যে প্রয়াত হলেন কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (Sunjay Kapur)। বৃহস্পতিবার ইংল্যান্ডে প্রয়াত হয়েছেন সঞ্জয়। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। সংবাদ মাধ্যম সুত্রে খবর, একটি পোলো ম্যাচ খেলার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে গেলেও কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সূত্রের খবর, ম্যাচ চলাকালীন একটি মৌমাছি সঞ্জয় কাপুরের মুখে ঢুকে গিয়েছিল, যার ফলে গলা ফুলে গিয়েছিল এবং তারপরে হার্ট অ্যাটাক হয় তাঁর। উল্লেখ্য, সঞ্জয় কাপুর ছিলেন অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। ২০০৩ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের এক মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান রয়েছে। ২০১৪ সালে, উভয়েই পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এর পরে, ২০১৭ সালে, সঞ্জয় মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন। প্রিয়া এবং সঞ্জয়ের একটি ছেলে রয়েছে।

সঞ্জয়ের মৃত্যুর খবর পাওয়ার পর বলিউডের অনেক তারকাই কারিশ্মার বাড়িতে গিয়ে দেখা করেন। করিনা কাপুর ও তার স্বামী সইফ আলী খানকেও কারিশ্মার বাড়িতে দেখা গেছে। এছাড়াও মালাইকা অরোরা এবং অমৃতা অরোরা গভীর রাতে কারিশ্মার বাড়িতে পৌঁছন।সঞ্জয় কাপুর দুন স্কুলের পড়ুয়া ছিলেন। পোলো খেলতেন সঞ্জয়। তাঁর একটি পোলো টিম ছিল, যেটির নাম ‘অরিয়াস’। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে, সঞ্জয় কাপুর সোশ্যাল মিডিয়ায় আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছিলেন। এক্স হ্যান্ডেলে তার শেষ পোস্ট ছিল, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরটি দুঃখজনক। আমার সমবেদনা এবং প্রার্থনা সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে। ঈশ্বর তাঁদের এই কঠিন সময়ে শক্তি দিন।’ এই পোস্টের পর, সঞ্জয় কাপুরের আকস্মিক প্রয়াণের খবর সমাজ মাধ্যমে আলোড়ন ফেলে। এক নেটাগরিক লিখেছেন, ‘জীবন সত্যিই খুব অনিশ্চিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *