Kaliganj Assembly By-election: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন: বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে মানুষ

এই দিনকাল: চলছে বৃষ্টি। তবুও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটের লাইনে দাঁড়ালেন কালীগঞ্জ বিধানসভা (Kaliganj Assembly By-election) কেন্দ্রের মানুষজন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এই বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই ভোট কার্যত ‘পরীক্ষা’ রাজ্যের শাদকদল তৃণমূল কংগ্রেসের কাছে। ত্রিমুখী এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে সেদিকেই তাকিয়ে বঙ্গের রাজনৈতিক মহল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বিধায়কের প্রয়াণের পর এই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রয়াত নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদকে। বিজেপি এখানে প্রার্থী করেছে আশিস ঘোষকে। বামেদের সমর্থনে কংগ্রেস কালীগঞ্জে প্রার্থী করেছে কাবিলউদ্দিন শেখকে। তিন দলের প্রার্থীই এদিন সকাল সকাল ভোট দিয়েছেন। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১০.৮৩ শতাংশ ভোট পড়েছে। উপনির্বাচন ঘিরে নির্বাচন কমিশনও সতর্ক। কোথাও কোনও বিধি লঙ্ঘন হচ্ছে কি না সেদিকে নজর রেখেছে কমিশন। এদিনের ভোটে একাধিক বুথ চত্বর থেকে রাজনৈতিক দলের ফ্ল্যাগ, ফেস্টুন সরিয়ে দিয়েছে কমিশনের আধিকারিকরা। প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। লাগানো হয়েছে সিসিটিভি। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশও পরিস্থিতির উপর নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *