Shefali Jariwala: ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু

এই দিনকাল: জনপ্রিয় ‘কাঁটা লাগা’ গানের মুখ অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala) প্রয়াত। শুক্রবার গভীর রাতে মুম্বইয়ে প্রয়াত হন তিনি। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শেফালির স্বামী তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান এদিন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর পরিবারের সদস্যরা এখনও মৃত্যুর কারণ নিয়ে কোনও বিবৃতি দেয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক ভাবে অভিনেত্রীর মৃত্যু হয়েছে কি না তা জানতে পুলিশ শেফালির বাড়িতে রাঁধুনি এবং গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গান বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। সেই মিউজিক ভিডিওতে অভিনয়ের পর শেফালি জারিওয়ালা খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে বিগ বস ১৩-তে অংশগ্রহণের মাধ্যমে তিনি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৪ সালে সলমন খান, অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতেও অভিনয় করেছিলেন শেফালি।

স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে শেফালি ‘নাচ বালিয়ে’ সিজন ৫ এবং ৭-এও অংশ নিয়েছিলেন। পরাগের সঙ্গে ২০১৫ সালে বিয়ে করেছিলেন শেফালি। অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শেফালির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মিকা সিং। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত, শোকাহত এবং ভারাক্রান্ত… আমাদের প্রিয় তারকা এবং আমার প্রিয় বন্ধু শেফালি জারিওয়ালা আমাদের ছেড়ে চলে গেছেন। এখনও বিশ্বাস করতে পারছি না। তোমার অনুগ্রহ, হাসি এবং চেতনার জন্য তুমি সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। ওম শান্তি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *