Zohran Mamdani: নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি, ইতিহাসে এই প্রথম ওই পদে কোনও মুসলিম

এই দিনকাল: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani)। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি শহরটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান। নিউইয়র্কের নব নির্বাচিত মেয়রের ভারতের সঙ্গেও রয়েছে নাড়ির যোগ। জোহরানের মা প্রখ্যাত ভারতীয় ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণার পর ইতিহাস গড়েছেন জোহরান। কারণ এই প্রথম নিউইয়র্ক সিটির মেয়র হলেন কোনও ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ব্যক্তি।

নিউইয়র্কের প্রাক্তন গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো জোহরানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও। কিন্তু দুজনকেই পরাজিত করে ইতিহাস লিখেছেন জোহরান। গত ১০০ বছরের ইতিহাসে নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র মীরা পুত্র। উল্লেখ্য নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমে নির্বাচনী প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। যদিও গত সেপ্টেম্বরে নিজেকে সরিয়ে নেন তিনি।

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ভোটদান করেছেন প্রায় ১৭ লক্ষ মানুষ। যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোটদান।সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টে) এই বিপুল সংখ্যক মানুষ নির্বাচনে অংশ নিয়েছেন। প্রসঙ্গত, মামদানির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়েছিলেন। হুঁশিয়ারির সুরে বলেছিলেন, যদি মামদানি জেতে, তাহলে তিনি নিউইয়র্কের নিয়ন্ত্রণ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *