India Pakistan: দেশে কতগুলি পরমাণু কেন্দ্র রয়েছে? পরস্পরকে হিসেব দিল ভারত ও পাকিস্তান

এই দিনকাল: পহেলগাঁও কাণ্ড এবং তার পর অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত ও পাকিস্তানের (India Pakistan) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা থাকলেও নিয়ম মেনে পরস্পরকে পরমাণুকেন্দ্রের (nuclear installations) হিসেব দিল নয়াদিল্লি ও ইসলামাবাদ। পাশাপাশি নিজেদের হেফাজতে পড়শি দেশের কত জন বন্দী রয়েছে সেই সংক্রান্ত তালিকাও বিনিময় করা হয়েছে উভয়ের মধ্যে। বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি এই তালিকা বিনিময় করা হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর। 

বিদেশ মন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত ও পাকিস্তান নিজেদের দেশে থাকা পারমাণবিক কেন্দ্রগুলির তালিকা পরস্পরকে দিয়েছে। ১৯৮৮ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত হওয়া একটি চুক্তির আওতায় এই পদক্ষেপ করা হয়েছে। ১৯৯১ সালের জানুয়ারি থেকে এই নিয়ম চলে আসছে। ওই চুক্তি অনুসারে, উভয় দেশ প্রতি বছর ১ জানুয়ারি পারমাণবিক কেন্দ্র সংক্রান্ত তথ্য বিনিময় করে।

এর পাশাপাশি ২০০৮ সালের কনস্যুলার অ্যাক্সেস সংক্রান্ত চুক্তি অনুসারে ভারত নিজেদের হেফাজতে থাকা পাক বেসামরিক বন্দী ও জেলেদের তালিকাও ইসলামাবাদকে দিয়েছে। পাকিস্তানও সে দেশে বন্দী থাকা সাধারণ ভারতীয় নাগরিক ও মৎস্যজীবীদের তালিকা নয়াদিল্লিকে দিয়েছে। সূত্রের খবর, ভারতের হেফাজতে পাকিস্তানের ৩৯১ জন বেসামরিক বন্দী এবং ৩৩ জন জেলে রয়েছেন। পাশাপাশি পাকিস্তানে বন্দী রয়েছেন ৫৮ জন ভারতীয় বেসামরিক বন্দী এবং ১৯৯ জন জেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *