Imran Khan: ‘বেঁচে আছেন ইমরান খান, জেলে মানসিক নির্যাতন করা হচ্ছে’: সাক্ষাতের পর জানালেন বোন

এই দিনকাল: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খাঁন (Imran Khan) বেঁচে রয়েছেন, তবে জেলের নির্জন কক্ষে তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছে। ইমরানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দেখা করার পর সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন তাঁর বোন ডাঃ উজমা খান।

প্রাক্তন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ৭৩ বছর বয়সী ইমরান খানের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন উজমা। সেই সাক্ষাতের পর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একটি বিবৃতি দিয়েছে।  তাতে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘নির্জন কারাগারে রাখা হয়েছে এবং মানসিক নির্যাতন করা হচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, উজমা ইমরানের সঙ্গে জেলে দেখা করে বাইরে এসে নিশ্চিত করেছেন, যে ইমরান খানের স্বাস্থ্য ভালো রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় ইমরান খানকে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে পরিবারের কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। যার ফলে নানান জল্পনা তৈরি হয়। ইমরান আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। যদিও সেই জল্পনার মাঝে আদিয়ালা জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ইমরান ‘সুস্থ’ আছেন। বৃহস্পতিবার ইমরানের দল পিটিআই এক বিবৃতিতে জানায়, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর এক বোন ডাঃ উজমা খানকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। 

পিটিআই কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রতিহত করতে সরকার ইতিমধ্যেই রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে। রাওয়ালপিন্ডির আটটি থানার অফিসার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আদিয়ালা জেলের বাইরে রয়েছেন। পাকিস্তানের পাঞ্জাব সরকারের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আট কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। এলাকা দিয়ে যাতায়াত করার জন্য বাসিন্দাদের তাদের আইডি কার্ড দেখাতে হচ্ছে।’

এদিকে, ইমরান খানকে নির্জন কক্ষে রাখার জন্য সরকারের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ করেছেন একদল আইনজীবী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে যে কোনও মূল্যে ১৪৪ ধারার প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘ইসলামাবাদ হাইকোর্ট বা আদিয়ালা জেল, তারা যেখানেই আসুক না কেন, কোনও বাছবিচার ছাড়া ১৪৪ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *