Glitterist Magazine: ফ্যাশন ও গ্ল্যামার ম্যাগাজিন গ্লিটারিস্টের ৪১তম সংখ্যা প্রকাশ

এই দিনকাল: ফ্যাশন ম্যাগাজিন গ্লিটারিস্টের (Glitterist Magazine) ৪১ তম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হল ১৫ অক্টোবর। ওই দিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গড়িয়ার ‘হ্যাঙ্গআউটজ – দ্য বুটিক ক্যাফে’তে এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। ফ্যাশন এবং সঙ্গীতের মনমোহিনী পরিবেশে ম্যাগাজিনটি প্রকাশ করার পাশাপাশি ‘গ্লিটারিস্ট – সেট দ্য ওয়ার্ল্ড অ্যাবলেজ’ (Glitterist – Set The World Ablaze) শিরোনামে একটি গানও প্রকাশ করা হয় এদিন। 

এদিনের অনুষ্ঠানে ফ্যাশন এবং বিনোদন জগতের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। গ্লিটারিস্টের ৪১ তম সংখ্যার প্রচ্ছদ মডেল ত্রিপর্ণা গুহ এদিন অংশ নিয়েছিলেন। ছিলেন তেজস গান্ধী, মডেল ঈশান মজুমদার, রূপালী ভট্টাচার্য এবং প্রিয়ঞ্জলি কুণ্ডু। উপস্থিত ছিলেন গ্লিটারিস্ট ম্যাগাজিনের অফিসিয়াল ফটোগ্রাফার প্রসেনজিৎ বিশ্বাস, সেলিব্রিটি মেক-আপ শিল্পী বন্দনা সাউ রক্ষিত এবং ঝুমেন্দু কয়াল, অভিনেত্রী বর্ণ রাহা ব্যানার্জি, আলোকচিত্রী সৌরভ অধিকারী এবং ম্যাগাজিনের সম্পাদক শুভজিত বর্মন।

কবে থেকে গ্লিটারিস্টের পথচলা শুরু হয়েছে, এই বিষয়ে জানতে চাইলে ম্যাগাজিনের সম্পাদক শুভজিত বর্মন বলেন, ‘২০২২ এর এপ্রিল মাস থেকে আমাদের ম্যাগাজিন শুরু হয়। এটা সর্বপ্রথম আমরা একটি ফটোবুক হিসেবে লঞ্চ করেছিলাম। আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ার পর থেকে এটাকে আমরা ম্যাগাজিনের আকার দিই। আমাদের ম্যাগাজিনের মাসিক সার্কুলেশন এক লক্ষের বেশি, অ্যামাজন থেকে সার্কুলেশন তিন হাজারের বেশি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বাকিটা। ৫১ পার্সেন্ট ভারতে সার্কুলেশন, ২৭ পার্সেন্ট জাপানে, ৪ পার্সেন্ট কানাডায়, ৫ পার্সেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ৩ পার্সেন্ট জার্মানিতে সার্কুলেশন হয়।’ 

ম্যাগাজিন প্রকাশের লক্ষ্য কী? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্ল্যামার এবং ফ্যাশনের দুনিয়ায় যারা উচ্চ প্রোফাইল সম্পন্ন যারা প্রতিষ্ঠিত, তাদেরকে লক্ষ্য করে প্রোমোশন করা হয়। কিন্তু আমাদের ম্যাগাজিন প্রকাশের লক্ষ্য হচ্ছে, আমাদের এটি এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে উঠতি তারকাদের আমরা তুলে ধরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *