Cloudburst: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, মৃত্যু ৪ জনের, নিখোঁজ ৫০ জনের বেশি

এই দিনকাল: মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) ফলে ভূমিধস উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। যার জেরে মৃত্যু হল চার জনের। এখনও পর্যন্ত নিখোঁজ ৫০ জনের বেশি। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় বহু মানুষ কাদায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তরকাশী জেলার ধরলি গ্রামের ভয়াবহ দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে ক্ষীরগঙ্গা নদীর জলাভূমিতে মেঘভাঙা বৃষ্টির পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কে চিৎকার করছেন। বহু বাড়ি ও দোকানপাট তাসের ঘরের মত ভেঙে পড়েছে ভূমিধসের ফলে। ইতিমধ্যে ঘটনা পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলেছেন। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে নামানো হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের জন্য অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে। 

মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। তিনি জানান, প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের সব ধরণের সাহায্য করা হচ্ছে। সেনাবাহিনী সূত্রে খবর, দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ ধরালিতে ভূমিধস হয়। এক্স হ্যান্ডেলে এক পোস্টে সেনার তরফে বলা হয়েছে, ‘হরশীলের কাছে খীরগড় এলাকার ধরালি গ্রামে একটি বিশাল ভূমিধসের ফলে হঠাৎ বাড়িঘর ভেঙে ভেসে যায়।’ এতে আরও বলা হয়েছে, সেনারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী সাধারণ নাগরিকদের পাশে আছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *