Rs 50 coin: বাজারে কি ৫০ টাকার কয়েন আসছে? কী জানাল মোদী সরকার?

এই দিনকাল: ১০ টাকা এবং ২০ টাকার কয়েন ইতিমধ্যে বাজারে ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১০, ২০ টাকার পরে এবার কি তবে ৫০ টাকার কয়েন (Rs 50 coin) মানুষের কাছে পৌঁছে দেবে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক? এমন প্রশ্ন অনেকের মনে রয়েছে। তবে আপাতত সেই সম্ভাবনা নেই বলে জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। 

মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে বর্তমানে ৫০ টাকার কয়েন চালু করার কোনও পরিকল্পনা তাদের নেই। কারণ ১০ এবং ২০ টাকার মতো ভারী কয়েনের তুলনায় সাধারণ মানুষ নোটকে বেশি পছন্দ করেন। আর সে জন্যই ৫০ টাকার কয়েন চালুর কোনও ভাবনা নেই। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক মঙ্গলবার হলফনামা দিয়েছে আদালতে। সেখানে ২০২২ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমীক্ষার ফলাফল উদ্ধৃত করে মন্ত্রক বলেছে, মানুষ কয়েন এড়িয়ে চলেন কারণ কয়েনের ওজন, আকার এবং স্বতন্ত্রতার অভাবের জন্য। আর সে জন্য নোটগুলি দৈনন্দিন ব্যবহারে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কয়েন চালু করার আগে একাধিক বিষয় দেখা হয়। জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা, ব্যবহারের ধরণ এবং অর্থনৈতিক বিবেচনার উপর নির্ভর করে কয়েন ছাড়া হয়। কিন্তু বর্তমানে ৫০ টাকার কয়েন চালু করার কোনও পরিকল্পনা নেই।

দৃষ্টি শক্তিতে বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের জন্য ৫০ টাকার কয়েন চালু করার জন্য আর্জি জানিয়েছিলেন আইনজীবী রোহিত দন্ড্রিয়াল। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আদালতে এই বিষয়ে স্পষ্ট জানান।

ওই আইনজীবী জানান, ৫০ টাকার নোটের নকশার কারণে দৃষ্টিহীন ব্যক্তিরা দুর্দশার মুখোমুখি হন, তাদের জন্য মূল্যের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *