Category Archives: বিশ্ব

iranian israeli conflict: তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছে হামলা তেহরানের, ইরান-ইজরায়েল সংঘাতে মৃত্যু বেড়ে ২৪৪

এই দিনকাল: ইরান ও ইজরায়েলের সংঘাত (iranian israeli conflict) ক্রমশ চরম আকার নিচ্ছে। দুই দেশের মধ্যে আঘাত ও পাল্টা প্রত্যাঘাতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৪। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সংঘাতে ইরানের ২২৪ এবং ইজরায়েলের ৮ জন নিহত হয়েছেন।

ইরানের উপর ইজরায়েলি হামলায় মার্কিন মদত রয়েছে বলে আগেই অভিযোগ করেছিল তেহরান। নিজেদের নাগালে থাকা মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এ বার ইজরায়েলের তেল আবিবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালাল খানেইনির দেশ। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে হাকাবি লিখেছেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি।

উল্লেখ্য, ১৩ জুন রাতে ইজরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানের ভিতরে হামলা চালায়। একাধিক পরমাণু ঘাঁটিতে হামলায় ইরানের নয় জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। নিহতরা হলেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ফেরেদুন আব্বাসি, আহমেদ রেজা জোলফাঘরি দোরিয়ানি, পদার্থবিদ্যার বিশেষজ্ঞ মহম্মদ মেহদি তেহরানচি, আমির হাসান ফাখাহি, মনসুর আসগারি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, মেটেরিয়াল্স ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ সইদ বর্জি, রিয়্যাক্টর ফিজিক্সের বিশেষজ্ঞ আব্দুল আলহামিদ মিনৌশেহর এবং মেকানিক্সের বিশেষজ্ঞ বখৌয়েই কাতিরিমি।

অন্য দিকে দেশে ঢুকে নাশকতার ছক কষায় ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে ইরান পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মনতাজের আল-মাহদি জানান, দুজনের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ড্রোন চালানোর ২৩টি সরঞ্জাম, লঞ্চার এবং আরও অনেক সামরিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। তেহরানের রে কাউন্টির ফাশাফুয়েহ এলাকা থেকে দুই মোসাদ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পরমাণু কেন্দ্রে হামলা হলে গুঁড়িয়ে দেওয়া হবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

এই দিনকাল: ট্রাম্পের দাদাগিরি মানবে না ইরান (Iran)! ফের এক বার ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনও সামরিক পদক্ষেপ নেয় তাহলে ইরান ছেড়ে কথা বলবে না বলে সাফ জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র।

বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তার মূল্য তারা চড়াভাবে দেবে। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি আমাদের রেঞ্জের মধ্যেই রয়েছে, প্রয়োজনে একযোগে আঘাত হানতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।’

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম)- প্রধান জেনারেল মাইকেল কুরিল্লা জানান, তেহরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ‘বিকল্প সামরিক ব্যবস্থা’। এই আবহে ইরানের তরফে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হল তারাও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালাচ্ছে। দেশটি ৬০ শতাংশ পর্যন্ত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যা ৯০ শতাংশ হলে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হয়। রাষ্ট্রসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র তথ্য অনুযায়ী, যে পরিমাণ ইউরেনিয়াম ইরান সমৃদ্ধকরণ করেছে তা দিয়ে অন্তত ৬টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে।

২৪২ জনকে নিয়ে আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান

এই দিনকাল: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India flight) বিমান ভেঙে পড়ে মৃত্যু হল বিমানে থাকা ২৪২ জনেরই! এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে। বিমানটি আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাটে ভেঙে পড়ে। সেখান থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭।

বিমানে থাকা যে ২৪২ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের। একজন যাত্রী কেবল বেঁচে গিয়েছেন। বিমানে যে ২৪২ জন ছিলেন তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। যাত্রীদের মধ্যে ১০৪ জন পুরুষ এবং ১১২ জন মহিলা ছিলেন। এ ছাড়া দুই নবজাতক-সহ ১৪ জন শিশু ছিল। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও অভিশপ্ত ওই বিমানে ছিলেন।

আহমেদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে থাকা ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহমেদাবাদের মেঘানী নগরের সিভিল হাসপাতালের স্টাফ কোয়ার্টার অতুল্যম ফ্ল্যাট থেকে আরও ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে যে ২৪২ জন ছিলেন তার মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু। এটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যাঁর ৮,২০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, যার ১,১০০ ঘন্টা ফ্লাইং আওয়ার ছিল।

ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানিয়েছে, বিমানটি ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১:৩৯ মিনিটে যাত্রা শুরু করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ‘মেডে’ কল করে। বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় ওঠার পর সেটি ভেঙে পড়ে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন যে তিনি এই দুর্ঘটনায় ‘মর্মাহত’। গোটা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে পরানো হল হাতকড়া, প্রতিক্রিয়া দিল মার্কিন দূতাবাস

এই দিনকাল: মার্কিন মুলুকে এক ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে হাতকড়া পরানোর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। ভারতের একাধিক সংবাদ মাধ্যমও বিষয়টি খবর প্রকাশ করেছে। মোদীর ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের দেশে ভারতীয়কে লাঞ্ছনা করার এই দৃশ্য সমাজ মাধ্যমে কার্যত ঝড় তুলেছে। এই ঘটনায় বিবৃতি জারি করেছে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিওয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতে হাতকড়া পরানো হয়। রবিবার কুনাল জৈন নামে এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। তাতে দেখা যায়, পুলিশ এক তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরাচ্ছে। পোস্টে কুনাল লেখেন, ‘তরুণটি স্বপ্ন নিয়ে এসেছিলেন। কারও ক্ষতি করেননি। এক অনাবাসী হিসেবে নিজেকে অসহায় লাগছিল। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এ এক মানবিক ট্র্যাজেডি।’ পোস্টটিতে ভারতীয় দূতাবাস ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেন তিনি। 

অন্য দিকে, এই ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। ঘটনার কথা মেনে নিয়ে রীতিমতো কড়া ভাষায় বিবৃতি দিয়েছে তারা। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার অধিকার সবার নেই। আমরা বেআইনি অনুপ্রবেশ বরদাস্ত করব না।’

ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ

এই দিনকাল: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। সূত্রের খবর, ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান টিউলিপ।

আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাবেন মহম্মদ ইউনুস। সেই সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক। উল্লেখ্য শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বাংলাদেশে টিউলিপ এবং তাঁর মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ৭ হাজার ২০০ বর্গফুটের প্লট নিয়েছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

মহম্মদ ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক। লন্ডনে জন্মেছি। এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয়, যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশাজীবন গড়ে তুলেছি।’ তিনি আরও লিখেছেন, ‘এ বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে।’ যদিও চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি।