এই দিনকাল: কথা ছিল মেয়ের বাগদান হবে। সেই মতো প্রস্তুতিও ছিল। কিন্তু তার আগে অদ্ভূত কাণ্ড (Bizarre Incident) ঘটালেন কনের বাবা। মেয়ের হবু শাশুড়ির সঙ্গে পালালেন মধ্যবয়সী ওই ব্যক্তি! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নীতে। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি আট দিন আগে ঘটলেও এটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। মধ্যপ্রদেশের উজ্জয়নীতে এই অদ্ভূত কাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার পুলিশ নিখোঁজ মহিলার সন্ধান পেয়েছে।পুলিশ জানিয়েছে, উন্তভাসা গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী ওই মহিলা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন। বিষয়টি নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে যান তাঁর ছেলে। শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। ওই মহিলা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ দায়ের করে পরিবার। এর পর তাঁর খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার অবশেষে পুলিশ তাঁর খোঁজ পায়। চিকলি গ্রামে ওই মহিলার হদিশ মেলে। পুলিশ জানায়, ওই মহিলা ৫০ বছর বয়সী এক কৃষকের সঙ্গে থাকছিলেন। যিনি কিনা তাঁর ছেলের বাগদত্তার বাবা!
তদন্তে নেমে জানা যায়, চিকলির ওই কৃষকের স্ত্রী সম্প্রতি মারা গিয়েছেন। দুই সন্তানের সঙ্গে থাকছিলেন তিনি। কৃষকের এক মেয়ের সঙ্গে ‘নিখোঁজ’ হওয়া মহিলার ছেলের বাগদান হওয়ার কথা ছিল। জানা যায়, সেই বাগদানের প্রস্তুতি চলাকালীন, দুই হবু শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে কথাবার্তার ভিত্তিতে সম্পর্ক তৈরি হয়। তারই ফল স্বরূপ একসঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। এই ঘটনায় স্বাভাবিক ভাবে বিস্মিত হয়েছে উভয় পরিবার। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাউন ইন্সপেক্টর অশোক পাতিদার। তিনি বলেন, ‘আট দিন আগে ৪৫ বছর বয়সী এক মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ আসে। আমাদের তদন্তে জানা গেছে যে তিনি তাঁর স্বামী এবং ১৮ এবং ২০ বছর বয়সী দুই সন্তানকে রেখে ৫০ বছর বয়সী এক কৃষকের সঙ্গে চলে গিয়েছিলেন। যার মেয়ের সঙ্গে তাঁর ছেলের বাগদান হওয়ার কথা ছিল। যদিও বাগদান এখনও হয়নি। দুজনেই একসঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।’
পরিবারের তরফে ওই মহিলাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও তিনি যেতে অস্বীকার করেন। তাঁর সাফ কথা, প্রেমিককে কোনও ভাবেই ছেড়ে যেতে পারবেন না তিনি। ওই কৃষকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মহিলা।
