Bihar Assembly Election Result: বিহারে মোদী-নীতিশ জুটির প্রত্যাবর্তন, ভরাডুবি ইন্ডিয়া জোটের

এই দিনকাল: বিহারে ইন্ডিয়া জোটের বিপর্যয় (Bihar Assembly Election Result)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেডিইউ নেতা নীতিশের উপর আস্থা রাখলেন সে রাজ্যের মানুষ। বিপুল ভোটে জয়ী হয়ে আরও এক বার ক্ষমতা দখলের পথে এনডিএ জোট। শুক্রবার নির্বাচনের ঘোষিত ফল অনুসারে এনডিএ জোট জয়ী হয়েছে ২০২টি আসনে, আর রাহুল-তেজস্বীদের ইন্ডিয়া জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন। অন্যান্যরা পেয়েছেন ৬টি আসন।

ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভোট চুরির অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন এই দুটি কর্মসূচিতে। বিহারের বিধানসভা নির্বাচনের আগে প্রচারেও ঝড় তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে নির্বাচনী জনসভাও করেছিলেন তিনি। সেখান থেকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। কিন্তু ইভিএমে জনতার মন টানতে কার্যত ব্যর্থ হলেন রাহুল-তেজস্বীরা। শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হতে প্রাথমিক প্রবণতায় এনডিএ জোট এগিয়ে থাকে। সময় যত গড়াতে থাকে তত ঝড়ের বেগে এনডিএ জোটের সঙ্গে ইন্ডিয়া জোটের ব্যবধান বাড়তে থাকে। এদিন গণনার চূড়ান্ত ফল অনুসারে ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। পদ্ম শিবির পেয়েছে ৮৯টি আসন। নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ৮৫ আসন। বিজেপি, জেডিইউ এবং আরও সহযোগী দলগুলি মিলিয়ে এনডিএ জোটের মোট আসন সংখ্যা ২০২। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৬টি আসন, আরজেডি পেয়েছে ২৫ আসন। 

উল্লেখ্য, গত ৬ ও ১১ নভেম্বর দু দফায় সম্পন্ন হয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। হাইভোল্টেজ নির্বাচনে এনডিএ জোটের হয়ে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ১১ নভেম্বর একাধিক বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে দাবি করা হয় এনডিএ জোট ক্ষমতায় আসছে বলে, অবশেষে সেই সম্ভাবনাই মিলে গেল প্রকৃত ফলাফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *