Earthquake: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০, জখম ২৫০০, পাশে থাকার আশ্বাস মোদীর

এই দিনকাল: আফগানিস্তানে ভূমিকম্পে (Earthquake) মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। মর্মান্তিক এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সোমবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে জখম হয়েছেন অন্তত ২৫০০ জন। ভয়াবহ এই বিপর্যয়ের পর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তালিবান শাসিত দেশটির পাশে থাকার আশাস দিয়েছেন মোদী।

রবিবার রাতে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার প্রদেশ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে একাধিক আফটার শকে কেঁপে ওঠে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তানের একাধিক অঞ্চল। ভারতের রাজধানী শহর দিল্লিতে কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র আট কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস। ভূপৃষ্ঠের কাছাকাছি কম্পনের উৎস হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

প্রতিবেশী দেশের এমন বিপর্যয়ের সময় পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এসসিও সম্মেলনে যোগ দিতে বর্তমানে চিনে রয়েছেন তিনি। সেখান থেকে শোকপ্রকাশ করেছেন মোদী। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানি দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের পরিবারের জন্য প্রার্থনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য করতে তৈরি আছে ভারত।’ প্রসঙ্গত, ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের জন্য ইতিমধ্যেই সাহায্য ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। নিরলস ভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভারতের পাশাপাশি একাধিক দেশের তরফে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরেও আফগানিস্তানে ভয়ঙ্কর ধ্বংসলীলা চলেছিল ভূমিকম্পের কারণে। সে বারেও ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পশ্চিম আফগানিস্তানে। সেই ঘটনায় প্রায় ২০০০ জনের মৃত্যু হয়েছিল। সেই দুঃস্বপ্নের স্মৃতি আবার ফিরে এল রবিবার। বিশেষজ্ঞদের মতে, ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে আফগানিস্তানে বারবার ভূমিকম্প হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *