Kasba Rape Case: ধর্ষণ কাণ্ডের পর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল কসবার ল কলেজ!

এই দিনকাল: গত ২৫ জুন কসবার সাউথ ক‍্যালকাটা ল কলেজে ধর্ষণের (Kasba Rape Case) ঘটনা ঘটেছে। অভিযুক্তরা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে কসবার ল কলেজে ছাত্রীকে ধর্ষণের এই ঘটনা। এই আবহে এবার কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন‍্য বন্ধ করে দিলেন শিক্ষা প্রতিষ্ঠানটি। রবিবার এক বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। 

সাউথ ক‍্যালকাটা ল কলেজের তরফে শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আপাতত কলেজ বন্ধ থাকবে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত বিএ.এলএলবি ও এলএল.এম ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে কলেজ চত্বরে পড়ুয়াদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, নিরাপত্তার দাবি নিয়ে সোমবার কলেজ ক্যাম্পাসে এসেছিল পড়ুয়াদের একাংশ। উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে চেয়েছিল তারা। কিন্তু অভিযোগ, উপাচার্য তাদের সঙ্গে দেখা করেনি। এদিনই শহর কলকাতার একাধিক ল কলেজের পড়ুয়া এবং প্রাক্তনীরা কসবায় জমায়েত করেছিল। তারা দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে কসবা থানা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ পর্যন্ত মিছিল করে বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *