Kidnapped: মালিতে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠীর হামলার মাঝে অপহৃত ৩ ভারতীয়

এই দিনকাল: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে তিন ভারতীয়কে অপহরণ (Kidnapped) করা হয়েছে। এই ঘটনায় বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। অপহৃতদের ‘নিরাপদ এবং দ্রুত’ মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য এদিন নয়াদিল্লির তরফে মালি সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, যে তিন ভারতীয়কে অপহরণ করা হয়েছে, তাঁরা কায়েসের ডায়মন্ড সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে ১ জুলাই। একদল সশস্ত্র হামলাকারী কারখানা প্রাঙ্গণে আক্রমণ চালায় এবং তিন জন ভারতীয় নাগরিককে জোর করে জিম্মি করে। এখনও পর্যন্ত কেউ অপহরণের দায় স্বীকার করেনি। তবে আল-কায়েদার সহযোগী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) মঙ্গলবার মালিতে হামলার দায় স্বীকার করেছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং ডায়মন্ড সিমেন্ট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় এবং ধারাবাহিক ভাবে যোগাযোগ রাখছে। পাশাপাশি অপহৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে বিদেশ মন্ত্রক।

একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ‘ভারত সরকার দ্ব্যর্থহীনভাবে এই নিন্দনীয় সহিংসতার নিন্দা জানায় এবং মালি প্রজাতন্ত্রের সরকারকে অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্তরে নিয়োজিত রয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *