এই দিনকাল: মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশে কর্মশালার আয়োজন করল মানবাধিকার সংগঠন সেন্টার ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম বা সিপিডিআরএস (CPDRS)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরের ধনুরহাটে নেতাজি ক্লাব অডিটোরিয়ামে এই কর্মশালা হয়। এদিন কর্মশালা থেকে বক্তারা ধর্মীয় পরিচয় সরিয়ে রেখে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।
সিএএ, এনআরসি-এর পর এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে গোটা দেশ উত্তাল। বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে। সিপিডিআরএস এর দাবি, দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। দেশের প্রতিটি কোণে, প্রতি মুহুর্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ বহু রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয় বাংলাদেশি তমকা দিয়ে পে লোডারে করে ‘পুশ ব্যাক’ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন সিপিএসআরএস এই সমস্ত ঘটনার প্রতিবাদে এদিন সরব হয়। প্রসঙ্গত মালদার যুবক আমির শেখকে রাজস্থান থেকে গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ এবং বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পে লোডারে করে। যদিও চাপে পড়ে এবং সমালোচনার মুখে পড়ে আবার তাঁকে ভারতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার।
শনিবার সিপিডিআরএস-এর কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজকুমার বসাক। তিনি বলেন, ‘আইন সব সময় ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। আমরা ন্যায়ের পক্ষে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে, অপশক্তির বিরুদ্ধে আমাদের সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।’ এদিন মানবাধিকার আন্দোলনের ইতিহাস নিয়ে বলেন সিপিএসআরএস এর নেতা জ্ঞানতোষ প্রামাণিক। এ ছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার মহকুমার সংঠনের সম্পাদক সেরিফ হোসেন পুরকাইত।