মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে পরানো হল হাতকড়া, প্রতিক্রিয়া দিল মার্কিন দূতাবাস

এই দিনকাল: মার্কিন মুলুকে এক ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে হাতকড়া পরানোর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। ভারতের একাধিক সংবাদ মাধ্যমও বিষয়টি খবর প্রকাশ করেছে। মোদীর ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের দেশে ভারতীয়কে লাঞ্ছনা করার এই দৃশ্য সমাজ মাধ্যমে কার্যত ঝড় তুলেছে। এই ঘটনায় বিবৃতি জারি করেছে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিওয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতে হাতকড়া পরানো হয়। রবিবার কুনাল জৈন নামে এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন। তাতে দেখা যায়, পুলিশ এক তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরাচ্ছে। পোস্টে কুনাল লেখেন, ‘তরুণটি স্বপ্ন নিয়ে এসেছিলেন। কারও ক্ষতি করেননি। এক অনাবাসী হিসেবে নিজেকে অসহায় লাগছিল। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এ এক মানবিক ট্র্যাজেডি।’ পোস্টটিতে ভারতীয় দূতাবাস ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেন তিনি। 

অন্য দিকে, এই ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। ঘটনার কথা মেনে নিয়ে রীতিমতো কড়া ভাষায় বিবৃতি দিয়েছে তারা। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার অধিকার সবার নেই। আমরা বেআইনি অনুপ্রবেশ বরদাস্ত করব না।’

Leave a Comment