sexual assault: উত্তর প্রদেশে ১৫ বছরের নাবালককে যৌন নির্যাতন, চাটানো হল থুতু

এই দিনকাল: জঘন্য ঘটনা উত্তরপ্রদেশে। ১৫ বছর বয়সী এক নাবালক ছেলেকে যৌন নির্যাতন (sexual assault) করে থুতু চাটতে বাধ্য করা হল। ঘটনাটি ঘটেছে আমেঠির বাজার শুকুল থানা এলাকায়। গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত নাবালকের বাবা। ইতিমধ্যে তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম নীতিন (২৩) এবং রোহিত (২৪)। নির্যাতিত যে গ্রামে থাকত, অভিযুক্ত দুজনেই সেই একই গ্রামের বাসিন্দা। অভিযোগ, গত ১৮ জুলাই সন্ধ্যায় নীতিন এবং রোহিত ১৫ বছর বয়সী ওই ছেলেটিকে বাইকে করে তুলে নিয়ে যায়। গ্রামের ওই নাবালককে ডেকে নিয়ে গিয়ে দুই জন মিলে যৌন নির্যাতন করে, সেই সঙ্গে চলে বেদম মারধর। এ ছাড়া ওই কিশোরকে থুতু চাটতে বাধ্য করে অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নাবালককে বারসান্ডা গ্রামে নিয়ে যায়। এর পর তারা তাকে সিংনামাউ গ্রামের একটি বাগানে নিয়ে যায় ওই কিশোরকে। সেখানে নিয়ে তাকে অপকর্ম করতে বাধ্য করা হয়। বাজার শুকুল থানার আধিকারিক অভিনেশ কুমার জানিয়েছেন, অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment