এই দিনকাল: দুই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের (gang rape) অভিযোগ উঠল ওড়িশায়। সে রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় পাঁচ জন পুরুষ মিলে দুই কিশোরীকে গণধর্ষণ করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার। দুই নির্যাতিতার বাবা-মা রাসগোবিন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জন ছেলের সঙ্গে ১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোরী যাত্রা দেখতে গিয়েছিল পাশের গ্রামে। সেখান থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক তাদের বাইক আটকায়। অভিযোগ, দুই কিশোরীর সঙ্গে থাকা ছেলে দুজনকে মারধর করে তারা। এর পর দুই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায়। দুই কিশোরী যথাক্রমে অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, পাঁচ জন পুরুষ মিলে তাদেরকে ধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে তিন জনকে আটক করা হয়েছে। বাকি দু জনের খোঁজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস এবং পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অন্য দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে ওড়িশার বিরোধী দল বিজেডি। তাদের দাবি, গত ১৬ মাসে ওড়িশায় ৫,০০০ এরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন।বিজেডি মুখপাত্র লেনিন মোহান্তি বলেন, ‘ভয়াবহ এই পরিসংখ্যান রাজ্যের বর্তমান বিজেপি সরকারের অধীনে নারীদের অধোগামী অবস্থার প্রতিফলন।’