Tag Archives: Woman

Gang Rape: চলন্ত গাড়িতে ২ ঘন্টা ধরে মহিলাকে গণধর্ষণ, হাড়হিম করা ঘটনা ফরিদাবাদে

এই দিনকাল: গাড়িতে তুলে দু ঘন্টা ধরে গণধর্ষণ (Gang Rape) মহিলাকে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের ফরিদাবাদে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ২৮ বছর বয়সী ওই মহিলার উপর শারীরিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। ধর্ষণ করার পর তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবারে ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, নির্যাতিতা মহিলা বিবাহিত। সোমবার রাতে বাড়ি ফেরার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় একটি গাড়ি এসে দাঁড়ায় তাঁর কাছে। গাড়ির ভিতর থেকে দুই যুবক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর পর মহিলাকে গাড়িতে তুলে নিয়ে তারা গুরগাঁও রোডের দিকে যায়। অভিযোগ, চলন্ত গাড়ির মধ্যে দু ঘন্টা ধরে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। নির্যাতিতা বাধা দিলেও অভিযুক্তরা অত্যাচার চালিয়ে যেতে থাকে। মহিলাকে হুমকি দেয় বলেও অভিযোগ। রাত ৩টে নাগাদ এসজিএম নগরের রাজা চকের কাছে মহিলাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। মহিলার মুখে গুরুতর আঘাত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার পর নির্যাতিতার সঙ্গে ফোনে কথা হয় তাঁর বোনের। ঘটনাটি জানতে পেরে তাঁর বোন পরিবারের লোকজনকে জানান। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। তাঁর মুখে ১০ থেকে ১২টি সেলাই করেছেন চিকিৎসক। জানা গিয়েছে, নির্যাতিতার অবস্থা স্থিতিশীল। তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। যদিও তাঁর বয়ান এখনও রেকর্ড করা হয়নি। নির্যাতিতার বোন অভিযোগ করেছেন, ঘটনার আগের রাত ৮.৩০ নাগাদ ওই মহিলা তাঁকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তিনি তাঁর বন্ধুর বাড়িতে যাচ্ছেন। তবে তিন ঘন্টার মধ্যে তিনি বাড়ি ফিরে আসবেন। জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার তিন সন্তান রয়েছে। পারিবারিক ঝামেলার কারণে তিনি স্বামীর থেকে আলাদা থাকেন। তবে অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।