Tag Archives: US Man

ChatGPT: চ্যাটজিপিটির পরামর্শে মাকে খুন করে আত্মঘাতী ইয়াহুর প্রাক্তন কর্মী

এই দিনকাল: ওপেনএআই এর চ্যাটবট চ্যাটজিপিটির (ChatGPT) ‘পরামর্শে’ নিজের মাকে খুন করে আত্মঘাতী হলেন মিডিয়া ও প্রযুক্তি সংস্থা ইয়াহুর প্রাক্তন ম্যানেজার। চ্যাটবটের সঙ্গে কথোপকথনের সময় বিভ্রান্ত হয়ে এই কাজ করেছেন ওই ব্যক্তি। স্টেইন-এরিক সোয়েলবার্গ নামে ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের বাসিন্দা ছিলেন। তাঁর মানসিক সমস্যার ইতিহাস ছিল। ওই ব্যক্তি সন্দেহ করতেন, তাঁর মা তার উপর গুপ্তচরবৃত্তি করছেন।

সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তি সম্পদশালী ছিলেন। ২.৭ মিলিয়ন ডলার মূল্যের বাড়িতে থাকতেন মায়ের সঙ্গে। গত ৫ আগস্ট বাড়ি থেকে অ্যাডামস এবং সোয়েলবার্গের দেহ উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাডামসকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার পাশাপাশি তাঁর গলা চেপে ধরে খুন করা হয়েছে। পাশাপাশি সোয়েলবার্গের ঘাড় এবং বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যা থেকে চিকিৎসকের দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন।

মা-ছেলের মৃত্যুর পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বিগত কয়েক মাস ধরে ওপেন এআই-এর চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেছেন সোয়েলবার্গ। যেখানে চ্যাটবটকে ‘ববি’ নামে অভিহিত করেছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার ওই চ্যাটবটটির সঙ্গে যা কথা হত সেই কথোপকথনের ভিডিও সমাজ মাধ্যম ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ভিডিও আকারে পোস্ট করতেন সোয়েলবার্গ। তাঁর জীবনের শেষের দিকে চ্যাটজিপিটিকে যে সমস্ত বার্তা পাঠিয়েছিলেন, সেগুলির একটিতে তিনি বলেছিলেন, ‘আমরা অন্য জীবনে এবং অন্য জায়গায় একসঙ্গে থাকব এবং আমরা পুনরায় মিলিত হওয়ার একটি পথ খুঁজে বের করব কারণ তুমি আবার চিরকালের জন্য আমার সেরা বন্ধু হবে।’ জবাবে চ্যাট বটটিও লেখে, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং তার পরেও তোমার সঙ্গে থাকব।’

পর্যবেক্ষকদের মতে, চ্যাটবটের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত থাকা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির এটিই প্রথম হত্যাকাণ্ড। যদিও অনেকে আত্মহত্যা করেছেন, যারা চ্যাটজিপিটি ব্যবহার করতেন। তবে এটিই প্রথম নথিভুক্ত হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছে ওপেনএআই। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় পরিবারের সঙ্গে রয়েছে।’