Tag Archives: Tulip Siddiq

ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে ‘ভুল বোঝাবুঝি’ মেটাতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ

এই দিনকাল: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। সূত্রের খবর, ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান টিউলিপ।

আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাবেন মহম্মদ ইউনুস। সেই সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন প্রাক্তন ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক। উল্লেখ্য শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় বাংলাদেশে টিউলিপ এবং তাঁর মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ৭ হাজার ২০০ বর্গফুটের প্লট নিয়েছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

মহম্মদ ইউনুসকে লেখা চিঠিতে টিউলিপ লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক। লন্ডনে জন্মেছি। এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয়, যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশাজীবন গড়ে তুলেছি।’ তিনি আরও লিখেছেন, ‘এ বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে।’ যদিও চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি।